Posts

Showing posts from November, 2018

শুকরিয়া তাহমিনা জামান শ্রাবনী ( বাবর ভাইয়ের সহধর্মিণী) নেত্রকোনা আসন৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) ধানের শীষ মার্কায় মনোনীত হলেন।

Image
ধানের শীষ মার্কায় মনোনীত হলেন। শুকরিয়া তাহমিনা জামান শ্রাবনী ( বাবর ভাইয়ের সহধর্মিণী) নেত্রকোনা আসন৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়া জুরী) আমাদের বিজয় নিশ্চিত ......... আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ...আমিন

চিকেন বেগুনি খেলাম,আর চেল্পি মারলাম

Image
আজকে আমরা,, আমাদের ছোট ভাই এবং ফ্রেন্ডস এর সাথে মঙ্গলসশ্রী গ্রামে আড্ডা দিলাম অনেক মুজা হল,,,,অনেক কিছু খেলাম,,যেমন,মুরগী,, রৌস্ট, ভাত,,কাচি বেগুনী, মুড়ি, তার মাঝে সেল্ফি।,উপস্তিত ছিলেন।বাচির,শুভ, মহন,জহিরুল, জয়,মদনের আর অসংক ছেলে,,, ধন্যবাদ,,, আর কষ্ট লাগছে যাদের নাম উল্লেখ করতে পারি নাই,,,,সবাইকে বিদায়,,,আবার আসবেন সবাই।

আড্ডা মারলাম মজাই হল চিকেন বেগুনী

Image
আজকে আমরা,, আমাদের ছোট ভাই এবং ফ্রেন্ডস এর সাথে মঙ্গলসশ্রী গ্রামে আড্ডা দিলাম অনেক মুজা হল,,,,অনেক কিছু খেলাম,,যেমন,মুরগী,, রৌস্ট, ভাত,,কাচি বেগুনী, মুড়ি, তার মাঝে সেল্ফি।,উপস্তিত ছিলেন।বাচির,শুভ, মহন,জহিরুল, জয়,মদনের আর অসংক ছেলে,,, ধন্যবাদ,,, আর কষ্ট লাগছে যাদের নাম উল্লেখ করতে পারি নাই,,,,সবাইকে বিদায়,,,আবার আসবেন সবাই।

ধন্যবাদ সোহানুর হোসেন খান কে যুগ্ন সাধারন সম্পাদক হোয়ার জন্য ........

Image
আলহামদুলিল্লাহ্.................. মদন পৌর নবীন দলের ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করার জন্য ও আমাকে(সোহানুর হোসেন খান) যুগ্ন সাধারন সম্পাদক করায়। নেত্রকোনা জেলা নবীন দলের সংগ্রামী সভাপতি শেখ রবিন ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো: মিজান ভাই সহ জেলা নবীন দলের সবাইকে মদন জাতীয়তাবাদী পৌর নবিন দলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এগিয়ে যাও..তুমি

আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী এবার নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তুলেছে

Image
১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী এবার নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তুলেছেন। মঙ্গলবার তার পক্ষ থেকে ছেলে লাবিব ইবনে জামান নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম তুলেন। এসময় অত্র নির্বাচনী এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। এর আগে ১৯৯১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন।  ১৯৯৬ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর পুনরায় ২০০১ সালে বাবর  নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনে বাবর বিএনপির মনোনয়ন বঞ্চিত হন। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত বাবর এখন আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার স্ত্রী তাহমিনা জামান বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করার পর স্থানীয় নেতাকর্মী, সমর্থকদের মধ্যে এক ধরণের উৎসাহ রয়েছে। যদিও আগে প্রচার ছিল, তাহমিনা নির্বাচনে আসবেন না।

১৩/১১/১৮ বাবর ভাই এর  মুক্তির দাবিতে পল্টন এলাকা স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন নেএকোনা ৪ আসনের শহীদ জিয়ার বীর সৈনিকগণ,বিএনপির মনোনয়ন ফরমের জন্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ভাইএর সহ ধর্মিণী জনাবা তাহমিনা জামান শ্রাবনীমনোনয়ন জমা দেয়ার সময়।copy murad hosain khan

Image
১৩/১১/১৮ বাবর ভাই এর  মুক্তির দাবিতে পল্টন এলাকা স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন নেএকোনা ৪ আসনের শহীদ জিয়ার বীর সৈনিকগণ,বিএনপির মনোনয়ন ফরমের জন্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ভাইএর সহ ধর্মিণী জনাবা তাহমিনা জামান শ্রাবনী মনোনয়ন জমা দেয়ার সময়। copy murad hosain khan