
বিগত প্রায় ৮-৯ বছর যাবৎ প্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই সৈরাচারিতা ও নগ্ন রাজনীতির শিকার হয়ে কারাবরণ করছেন। এই দশ বছরে প্রিয় নেতার কারাগারের প্রকোষ্ঠে কোন সুসংবাদ পৌছেনি। কিংবা পৌছুলেও তাতে কখনো আপ্লুত হননি। ভাটিবাংলার আপামর জনতার উদ্দেশ্যে বলছি, লুৎফুজ্জামান বাবর ভাই ভাটিবাংলার জন্যে কী করেছিল তা আমি লিখতে চাচ্ছি না। শুধুমাত্র বলতে চাই উনি নেত্রকোনা জেলার মদ্ধ্যে কাউকে ভিন্ন চোখে দেখেন নি। অনেক আওয়ামী লীগ মতাদর্শের চাকরীও হয়েছিল উনার সাম্যবাদী মানুষিকতার জন্যে। যে লোকটি শুধু আমি, আপনি কিংবা আমাদের ভালবেসে এত বঞ্চনা সহ্য করেছেন, পরিবারের সহানুভূতিময় সময় হারিয়েছেন, ছেলের সৌহার্দ্য থেকে দূরে রয়েছেন, সহধর্মিণীর ভালবাসা থেকে বঞ্চিত হয়েছেন, প্রিয় মেয়েদের স্নেহময় ভালবাসা হারিয়েছেন বিগত ১০ বছর ধরে। যিনি এত কিছু হারিয়েও ভেঙ্গে যাননি শুধুমাত্র ভাটিবাংলার মানুষের কথা ভেবে, তাদের নিখাদ ভালবাসা কুড়ানোর কথা ভেবে! তাই... মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরির আপামর জনতাকে বলছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের প্রাণের নেতার জন্যে। আগামী ৩০ ই ডিসেম্বর ধানের শীষের ব্যালট...