আর্জেন্টিনা প্রথাকা উরিয়ে দিলাম ,বাড়িভাদেরা ২ নং ওয়ার্ড

  1. আর্জেন্টিনা প্রথাকা উরিয়ে দিলাম,।।আমাদের কথা হলো এইবার বিশ্বকা  নিবেই নিবে...।ব্রাজিল সারপুট যারা করে সব হলো । রহিঙ্গা..
  2. ফুটবল ভক্তদের জন্য সুখবর৷ আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে থাকছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি৷ বাছাইপর্বে একের পর এক ব্যর্থতার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপে পৌঁছানো নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা দূর হয়েছে মঙ্গলবার রাতে৷ শেষ ম্যাচে বড় জয়ই পেয়েছে আর্জেন্টাইনরা৷ হ্যাটট্রিক করে এ ম্যাচেও জয়ের নায়ক সেই মেসি৷

যদিও খেলার শুরুতে ভড়কে গিয়েছিলেন অনেকে৷ প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় ইকুয়েডর৷ তাদের হারানোর কিছু ছিল না৷ কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপে যেতে দিতে না পারলে  তাদের জন্য তা-ও হতো বড় অর্জন৷ অন্যদিকে, গোল খরায় থাকা মেসিদের কাঁধে তখন পাহাড়সম চাপ৷সেই চাপ কাটিয়ে উঠতে অবশ্য বেশি সময় লাগেনি৷ বাঁ পায়ের শটে গোলে বল জড়ান মেসি, খেলার বারো মিনিটের মাথায়৷ প্রথম গোলের পর উৎসবের বদলে বল নিয়ে সোজা সেন্টারের দিকে দৌঁড়ান তিনি৷ সময় নষ্ট করার সুযোগ নেই যে! শুধু ড্র তো বিশ্বকাপে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না৷
সমতা ফেরানোর পর দলকে এগিয়ে নিতেও অবশ্য খুব বেশি সময় নেননি মেসি৷ খেলার কুড়ি মিনিটে দ্বিতীয়বার বল জালে জড়ান তিনি৷ এবার বেশ জোরালো কিন্তু মাপা শটে ক্রসবারের নীচ দিয়ে বল পাঠিয়ে দেন জালে৷ মেসি জাদুতে স্বস্তি মিললেও বিশ্বকাপ দূরে তখনও৷ সমীকরণ বলছিল, জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে৷ ৩২ মিনিটে একটি সুযোগ তৈরি হয়েছিল৷ কিন্তু ডি মারিয়া তা কাজে লাগাতে পারেননি৷
অন্যদিকে, দ্বিতীয়ার্ধে ইকুয়েডর আরো গুছিয়ে খেলতে শুরু করে৷ সমুদ্রপৃষ্ঠের এত ওপরে খেলা সহজ কথা নয়৷ মেসিদের দম ফুরানো সেখানে স্বাভাবিক৷ কিন্তু তারই মাঝে খেলার ৬২ মিনিটের সময় প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে তৃতীয় গোলটি করলেন মেসি৷ ফলে আর্জেন্টিনার মিলল বিশ্বকাপের টিকিট৷ দক্ষিণ অ্যামেরিকা অঞ্চলের এ গ্রুপ থেকে সরাসরি রাশিয়া যাওয়া আগেই নিশ্চিত করেছে ব্রাজিল, উরুগুয়ে এবং কলম্বিয়া৷
এআই/এসিবি (এপি, এএফপি)

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই