আবেগের কথা শুনুন

  • মানুষের জেমন একটি কপালে দুতি চোখ তেমনি মনের মাঝে একটি বিবেক অপরটি আবেগ।। মনের দুটি অংশ অর্থাৎ আবেগ ও বিবেক দ্বারা পরিচালিত।।।। আমরা মানুষ স্থান কাল পাত্র ভেদে আবেগ ও বিবেক কে কাজে লাগাই।।।। আবেগ দিয়ে কি হবে, বিবেক না থাকলে। বিবেক শুধুই মনের উপর চাপ বাড়ায়। এই যুগে কিছু পরাজিত মানুষ এখনও বিবেক মেনে কাজ করে। তারা কোনকিছুতে ব্যর্থ হলে এই ভেবে মনে আনন্দ পায় যে বিবেকের কাছে কোনো জবাবদিহিতা রাখিনি। সেইসব পরাজিত মানুষের জন্য শুধুই আফসোস। বিবেকের কাছে দায়বদ্ধ থেকে পৃথিবীতে কেউ সফল হতে পারেনি। বিবেক টাও এক ধরনের আবেগ।। আমরা অনেকেই বিবেক বিবেক বলে গলা ফাটায় এটাও এক ধরনের আবেগ।।।। শুধু আবেগ দিয়ে জেমন দুনিয়া চলেনা তেমনি শুধু বিবেক দিয়েও দুনিয়া চলেনা।।।। সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ আচরণ এর জন্য বিবেক অপরিহার্য। তেমনি সম্পর্ক ভালবাসা মনুষ্যতব কে বুঝার জন্য আবেগ অপরিহার্য।।। বিবেক দিয়ে আমরা আবেগ কে লাগাম দেই। আবার আবেগ দিয়ে বিবেক কে।।। বিবেক দিয়ে জেমন আবেগ উপলব্ধি করি তেমনি আবেগ দিয়ে বিবেক।।।।।। এভাবে এরা একে অপরের পরিপুরক।। মানুষ জখন বড় ভাবে আঘাত পায় বা ব্যারথ হয় তখন সে হয় অতি বিবেকবান হয় অথবা আবেগি হয়।। মানুষ আবেগ আর বিবেক দিয়েই তার মনের খোরাক মেটায়

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই