দুই সময়ের দুই স্বরাষ্ট্রমন্ত্রী দুইদলের কিন্তু কতো মিল

দুই সময়ের দুই স্বরাষ্ট্রমন্ত্রী দুইদলের কিন্তু কতো মিল... একজন চুলে জেল দিয়ে আধো ইংরাজী বাংলায় বলতেন "উই আর লুকিং ফর শক্রুজ"..  "র‍্যাব সদস্যরা শুধু আত্নরক্ষার্থে গুলি চালায়, আক্রান্ত না হলে গুলি চালানোর প্রশ্নই ওঠেনা".. অবলীলায় একে একে দলের নিবেদিতপ্রাণ সাহসী জানবাজ কর্মিদের সেই একই গল্প "ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলি ক্রসফায়ারে পরে মারা যায় কয়েকডজন মামলার আসামী উদ্ধার করা হয় পাইপগান গুলি ও দেশীয় অস্ত্রসস্ত্র...ভাগ্যের কি নির্মম পরিহাস সেই নির্বিচারে দলের কর্মিদের নিধন নিশ্চিহ্ন করা স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারই বিশ্বস্ত সেই কালো দানব র‍্যাবের হাতে বন্দী হয়ে আজ কনডেমে সেলে মৃত্যুর প্রহর গুনছেন..আর  আজ এতোদিন পরে সেই একই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অধূনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল.. গত কয়েকবছর ধরে চলা র‍্যাব পুলিশ ডিবি'র ক্রসফায়ারের নামে নির্বিচারে নিরহপরাধ মানুষ হত্যা এবং পবিত্র রমজানুল মোবারকে মাদক বিরোধী অভিযানের নামে নিরহপরাধ মানুষ হত্যার পর একই ভংগীতে স্বউৎসাহে তিনি সাংবাদিক সম্মেলনে পুলিশ র‍্যাবের পক্ষে সাফাই গেয়ে ঘোষনা করলেন কোথাও ক্রসফায়ারের ঘটনা ঘটেনি, নিরহপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছেনা শুধু মাত্র আত্নরক্ষার্থেই র‍্যাব পুলিশ গুলি চালায়...আসলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না হয়তো তাই পুর্বসূরীদের করুন পরিনতি কেউ স্মরন করেনা.. আজ যিনি ক্ষমতার দম্ভে যাকে ইচ্ছা খুশী বন্দুকের নলের মুখে ঠেলে দিয়ে উপহাস করে র‍্যাবপুলিশের পক্ষে সাফাই গেছে আত্নতৃপ্তি খুঁজছেন কাল তিনিই  তার বিস্বস্ত দানবদের হাতেই যে চোখ হাত বাঁধা ক্রসফায়ারের আসামী হবেন না কে জানে....

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু