আমার জন্ম নেত্রকোনা জেলার মদন উপজেলার ৩নং মদন সদর ,,, ধন্যবাদ ভাই জীবনের কথা তুলার জন্য,,cut জহিরুল ইসলাম
ইউনিয়নের এক ছোট্র অজপাড়া গাঁয়ে..প্রাইমারী স্কুলের গন্ডি পেরোনোর সাথে সাথে আমার কৃষক পিতার প্রবল ইচ্ছায় গ্রাম ছেড়ে শহরে পদার্পণ.. আব্বার খুব স্বপ্ন ছিল আমাকে আর্মি অফিসার বানাবে..সেই লক্ষ্যে আমি টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিলাম এবং ৯৫৫ জন ছাত্রের মাঝে লিখিত পরীক্ষায় ৯ম হলাম..কিন্তু ভাগ্য আমার সাথে বড়বেশী বেমানান ছিল..তাই আর ক্যাডেট কলেজে পড়া হয়নি.. পরবর্তী গন্তব্য ময়মনসিংহ জিলা স্কুল.. ভর্তি পরীক্ষায় প্রথম হলাম..কিন্তু কৈশোরের সেই আমার ভিতরটা সবসময় কুঁড়ে কুঁড়ে খেত আব্বার স্বপ্ন বুঝি আর পূরণ হলো না..সবসময় খুব নিরাশ হয়ে থাকতাম..এভাবেই পথচলার মাঝে কখন যে রাজনীতির প্রতি আকৃষ্ট হলাম নিজেও জানিনা..জিলা স্কুলে পড়ালেখা করার সময়ই আমরা সব বন্ধু মিলে মাঝেমাঝে লিটন আকন্দ ভাইয়ের আহবানে মিছিলে যেতাম..রাজপথে মিছিলের স্লোগান সে যেন অন্যরকম এক ভালো লাগায় পরিনত হলো..আমি বিশ্বাস করতাম রাজনীতি করার জন্য একজন যোগ্য নেতার ছায়াতল প্রয়োজন..সেই বিশ্বাস থেকেই ঘরে ফিরে আসা..কারণ আমার জন্মভিটায় তখন জাতীয়তাবাদের সম্রাট..জনাব লুৎফুজ্জামান বাবরের আর্বিভাব..প্রিয় নেতার সান্নিধ্য পেয়ে আমার জীবন ধন্