আমার জন্ম নেত্রকোনা জেলার মদন উপজেলার ৩নং মদন সদর ,,, ধন্যবাদ ভাই জীবনের কথা তুলার জন্য,,cut জহিরুল ইসলাম

ইউনিয়নের এক ছোট্র অজপাড়া গাঁয়ে..প্রাইমারী স্কুলের গন্ডি পেরোনোর সাথে সাথে আমার কৃষক পিতার প্রবল ইচ্ছায় গ্রাম ছেড়ে শহরে পদার্পণ.. আব্বার খুব স্বপ্ন ছিল আমাকে আর্মি অফিসার বানাবে..সেই লক্ষ্যে আমি টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিলাম এবং ৯৫৫ জন ছাত্রের মাঝে লিখিত পরীক্ষায় ৯ম হলাম..কিন্তু ভাগ্য আমার সাথে বড়বেশী বেমানান ছিল..তাই আর ক্যাডেট কলেজে পড়া হয়নি.. পরবর্তী গন্তব্য ময়মনসিংহ জিলা স্কুল.. ভর্তি পরীক্ষায় প্রথম হলাম..কিন্তু কৈশোরের সেই আমার ভিতরটা সবসময় কুঁড়ে কুঁড়ে খেত আব্বার স্বপ্ন বুঝি আর পূরণ হলো না..সবসময় খুব নিরাশ হয়ে থাকতাম..এভাবেই পথচলার মাঝে কখন যে রাজনীতির প্রতি আকৃষ্ট হলাম নিজেও জানিনা..জিলা স্কুলে পড়ালেখা করার সময়ই আমরা সব বন্ধু মিলে মাঝেমাঝে লিটন আকন্দ ভাইয়ের আহবানে মিছিলে যেতাম..রাজপথে মিছিলের স্লোগান সে যেন অন্যরকম এক ভালো লাগায় পরিনত হলো..আমি বিশ্বাস করতাম রাজনীতি করার জন্য একজন যোগ্য নেতার ছায়াতল প্রয়োজন..সেই বিশ্বাস থেকেই ঘরে ফিরে আসা..কারণ আমার জন্মভিটায় তখন জাতীয়তাবাদের সম্রাট..জনাব লুৎফুজ্জামান বাবরের আর্বিভাব..প্রিয় নেতার সান্নিধ্য পেয়ে আমার জীবন ধন্য তখন..প্রিয় নেতাকে দেখেই উপলব্ধি করেছি..মানব সেবার চেয়ে মহৎ কোন কর্ম নেই..সেই উৎসাহে উৎসাহিত হয়েই রাজনীতিকে মনেপ্রাণে লালন করা..যার ফল স্বরুপ অল্প বয়সেই মানুষের সেবা করার সুযোগ পেয়েছি.. মদন উপজেলা ছাত্রদলের পদবিহীন একজন নেতা হিসেবে(যেহেতু দীর্ঘ ১৪ বছর কমিটি পুর্নগঠন হয়নি ) অনেক শক্তিশালী প্রার্থীদের পরাজিত করে মদন সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি..আমার সৌভাগ্য আমার আব্বা এখনও জীবিত.. পরাজয় সবাই ভালোবাসে না..আমিও নাহ্.. নেতৃত্বগুণ ছাড়া কেউ মানুষের নেতা হওয়ার সাহস দেখায় না..রাজনীতি আমাকে আমার জীবনের সেরা উপহার দিয়েছে..কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাকে চরমভাবে অসম্মান করেছে..আসলে রাজনীতির শেষ বলতে কিছু নেই..খরস্রোতা নদীর মতোই রাজনীতির ময়দান বহমান..আজ আপনার তো কাল অন্যজনের..পৃথিবীতে অপমানকর কিছু আমাকে সবচেয়ে বেশী পীড়া দেয়..যদি রাজনীতির পাঠ জ্ঞান একটু অর্জন করে থাকি তাহলে এর বদলা ভালবাসা দিয়েই দিবো..আমার সরলতা যদি কেউ দুর্বলতা ভেবে থাকেন তাহলে ভূল করেছেন..সঠিক সময়ে আমার পরিচয় পেয়ে যাবেন..কারণ রাজনীতি আমার কাছে ইবাদত..সঠিক আমল কখনও বিফলে যায় না..বড়নেতা হওয়ার স্বপ্ন কোনদিন দেখিনি কিন্তু কারো কাছ থেকে অসম্মান হওয়ার আশাও করিনি..আর আমি পাকা না তবে একেবারে কাঁচা যদি কেউ ভেবে থাকেন তাহলে আপনার ভাবনা আপনার কাছে রেখে দিন..আপনার ভাবনায় আমার পথচলা থেমে থাকবে না..কারণ পথিকরা কারো আশায় পথ হাঁটে না..আমার পথচলায় সুনির্দিষ্ট লক্ষ্য এবং মহৎ উদ্দেশ্য আছে..অতএব অপেক্ষা করুন.. সময় খুব সন্নিকটে.....
জহিরুল ইসলাম

০১৭১৮৬৮৬৯৬৮

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই