আবার গাড়ি চাপায় প্রাণ হারালো পটিয়া এস জে চৌধুরী কলেজের এক ছাত্রী।

আবার গাড়ি চাপায় প্রাণ হারালো পটিয়া এস জে চৌধুরী কলেজের এক ছাত্রী।
এই দেশে সুষ্টভাবে জন্মগ্রহণ করতে পারলে ও সুষ্টভাবে মৃত্যুবরণ করতে পারেনা, হয় গাড়ি চাপায় মরতে হবে, না, হয় আগুনে পুড়ে মরতে হবে।
আর কত প্রাণ যাবে এই ভাবে,,,,
copy mirza fokhrul islam alomgir
Image may contain: 1 person, sitting
আবার গাড়ি চাপায় প্রাণ হারালো পটিয়া এস জে চৌধুরী কলেজের এক ছাত্রী। এই দেশে সুষ্টভাবে জন্মগ্রহণ করতে পারলে ও সুষ্টভাবে মৃত্যুবরণ করতে পারেনা, হয় গাড়ি চাপায় মরতে হবে, না, হয় আগুনে পুড়ে মরতে হবে। আর কত প্রাণ যাবে এই ভাবে,,,, Image may contain: 1 person, sitting

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই