গণভোট দিয়ে জাতিসংঘের প্রতি সম্মান দেখানোর এখনই সময় -ইমরান খান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট দেয়ার ওপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের মুসলমানদের সার্বিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট দিয়ে জাতিসংঘের নির্দেশের প্রতি নয়াদিল্লির সম্মান দেখানোর সময় এসে গেছে।
ইমরান খান তিনি বলেন একমাত্র গণভোট হলেই কাশ্মীরে ভারত তাদের জনপ্রিয়তা উপলব্ধি করতে পারবে। ইমরান খান বলেন বহু বছর আগেই ভারত সরকার তাদের নিয়ন্ত্রিত কাশ্মীরে অবাধ ও স্বচ্ছ গণভোট দেবে বলে বিশ্ববাসীকে প্রতিশ্রুতি দিলেও এখনও তারা তা কার্যকর করে নি।
পাক প্রধানমন্ত্রী কাশ্মীর থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করে নিয়ে কাশ্মীরিদের নিজেদের ভাগ্য নিজেদেরকেই নির্ধারণ করার অধিকার দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। ইমরান খান দৃঢ়তার সঙ্গে বলেন, কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হল সেখানকার জনগণের অধিকার প্রয়োগ ও প্রতিষ্ঠার জন্য গণভোট দেওয়া।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবীও তাই। ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেয়ার ঘটনায় পাকিস্তান কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলে ধরার নীতি গ্রহণ করেছে। বছর দুয়েক আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মীরিদের স্বাধীকার প্রশ্নে একটি খসড়া প্রস্তাব পাস হয়।
পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত ওই খসড়া প্রস্তাবটি ১৯৩ সদস্যের সর্বসম্মত রায়ে গৃহীত হয়েছিল। ওই বিলে বলা হয়েছে ভোটের মাধ্যমে কাশ্মীরবাসী তাদের স্বাধীন অধিকার প্রয়োগ করবে এবং সেখানে কোনোরকম ভারতীয় সামরিক হস্তক্ষেপ থাকবে না।
Comments
Post a Comment