হঠ্যাৎ কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠ
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে ঢাকায় নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন বিএনপি। বৈঠকে সরকারের চলমান ‘শুদ্ধি অভিযানের’ নানা দিক ও দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ফরেইন অ্যাফেয়ার্স কমিটির (এফএসি) টিম লিডার আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও তাবিথ আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এফএসির দায়িত্বশীল আরও একাধিক সদস্যের বৈঠকে অংশ নেয়ার বিষয়টি সূত্রের বরাতে জানা গেছে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপি বিদেশি রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিদের কাছে দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির কথা তুলে ধরেন। সর্বত্র সরকারের আচরণের চিত্র এ পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপি নেতারা।
Comments
Post a Comment