বাংলাদেশ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি.............. গাজীপুরে বিনা দোষে একজন মায়ের উপর সমাজপতির এই কোন বর্বরতা !!! ----------দেশটা কি মগেরমুলুক নাকি ---------- ---প্রতিবাদ সহ উপযুক্ত বিচার ছাই করদে হবে --- -------- ♦গাজীপুর কালিয়াকৈর এলাকায় একজন সমাজপতি জানোয়ার কর্তূক নির্যাতনের শীকার হলেন ঐ এলাকার এক মা, সমাজপতির মধ্যযুগীয় বর্বরতার বিচার কি পাবেন এই মা? এই দেশে কি সমাজপতিদের জন্য কোন আইন নাই ? নির্যাতিত মায়ের পাশে শোর চিৎকার করে কেঁন্দে কেঁন্দে কথাগুলো বলছেন তাহার অসহায় সন্তান নিলয়! ♦গাজীপুর কালিয়াকৈরের লতিফপুরে নির্যাতিত এই মায়ের বসবাস, দুপুরে তিনি সন্তানকে নিয়ে নিজের ঘরের ভিতরে দুপুরের ভাত খাচ্ছিলেন "হঠাৎ করে জালাল উদ্দিন নামের এই সমাজপতি তাহার ঘরে ঢুকে নিলয়ের সামনে তাহার মায়ের চুল ধরে টেনে হিছড়ে ঘর থেকে বের করে নিয়ে বিনা দোষে নির্যাতন করে গুরুতর অাহত করেন । ♦বর্তমানে তিনি হাসপাতালের Emergency তে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি..............
গাজীপুরে বিনা দোষে একজন মায়ের উপর সমাজপতির এই কোন বর্বরতা !!!
----------দেশটা কি মগেরমুলুক নাকি ----------
   ---প্রতিবাদ সহ উপযুক্ত বিচার ছাই করদে হবে ---
-------- ♦গাজীপুর কালিয়াকৈর এলাকায় একজন সমাজপতি জানোয়ার কর্তূক নির্যাতনের শীকার হলেন ঐ এলাকার এক মা, সমাজপতির মধ্যযুগীয় বর্বরতার বিচার কি পাবেন এই মা? এই দেশে কি সমাজপতিদের জন্য কোন আইন নাই ? নির্যাতিত মায়ের পাশে শোর চিৎকার করে কেঁন্দে কেঁন্দে কথাগুলো বলছেন তাহার অসহায় সন্তান নিলয়!
♦গাজীপুর কালিয়াকৈরের লতিফপুরে নির্যাতিত এই মায়ের বসবাস, দুপুরে তিনি সন্তানকে নিয়ে নিজের ঘরের ভিতরে দুপুরের ভাত খাচ্ছিলেন "হঠাৎ করে জালাল উদ্দিন নামের এই সমাজপতি তাহার ঘরে ঢুকে নিলয়ের সামনে তাহার মায়ের চুল ধরে টেনে হিছড়ে ঘর থেকে বের করে নিয়ে বিনা দোষে নির্যাতন করে গুরুতর অাহত করেন ।
♦বর্তমানে তিনি হাসপাতালের Emergency তে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই