পাপনের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ
বুধবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করেন তারা। এসময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অপসারণ; সাকিবের শাস্তি পুনঃবিবেচনা করে সব ক্রিকেট খেলার অনুমতি দেওয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ‘মেরুদণ্ড সোজা’ করে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে হবে।
বিক্ষোভের একপর্যায়ে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাকিব বিশ্বের নম্বার ওয়ান অলরাউন্ডার। তাই তাকে দমিয়ে রাখার জন্য নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা কখনও মেনে নেওয়া হবে না। ক্রিকেট বোর্ডকে দলীয়করণ ও অপরাজনীতি মুক্ত করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রকে নি
Comments
Post a Comment