খোকার বার্তায় আমন্ত্রন।
এই প্রজন্ম মুক্তিযুদ্ধের গল্প কথক আনিসুল হক কিংবা গল্প লেখক জাফর ইকবালদের চিনে কিন্তু সাদেক হোসেন খোকার মত ক্র্যাক প্লাটুন বা গ্যারিলা যোদ্ধাদের নামই শুনেনি। যিনি স্ট্যানগান হাতে নিয়ে সক্রিয় যুদ্ধে ছিলেন অগ্রনেতা হয়ে।
এই প্রজন্ম আরোও জানে না যে,
বেগম খালেদাজিয়া কখনো উনার নির্বাচনী এলাকায় ইলেকশনে হারেন নি কিন্তু ১৯৯১ সালের নির্বাচনে শেখ হাসিনা প্রায় ২৮০০০ ভোটের ব্যবধানে তরুন সাদেক হোসেন খোকার নিকট হেরেছিলেন।
আওয়ামীলীগ তার রাজনৈতিক ঝুপড়ি আউড়িয়ে কেবল মুক্তিযুদ্ধের গল্প আর মুজিব কোটের লুগুকে সংবাদে প্রচার করে দিব্যি গিলিয়ে দিচ্ছে ক্রমাগত প্রজন্মকে। যা বি এন পি পারে নি।
অথচ মুক্তিযুদ্ধার সংখ্যা নেহাত কম নয় বিএনপিতে। শুধু মিডিয়ার শক্তিমত্তাকে বিএনপি বুঝতে পারেনি তাই এর ফল শুন্যতে কাতরাচ্ছে।
প্রিয় নেতা ও একজন মুক্তিযোদ্ধা লড়ছেন ক্যান্সারে আর একজন বাংলাদেশ ধুঁকছেন কারাগারে।
জাগ্রত জাতীয়তাবাদী কবে আগুয়ান হবে?
এই প্রজন্ম আরোও জানে না যে,
বেগম খালেদাজিয়া কখনো উনার নির্বাচনী এলাকায় ইলেকশনে হারেন নি কিন্তু ১৯৯১ সালের নির্বাচনে শেখ হাসিনা প্রায় ২৮০০০ ভোটের ব্যবধানে তরুন সাদেক হোসেন খোকার নিকট হেরেছিলেন।
আওয়ামীলীগ তার রাজনৈতিক ঝুপড়ি আউড়িয়ে কেবল মুক্তিযুদ্ধের গল্প আর মুজিব কোটের লুগুকে সংবাদে প্রচার করে দিব্যি গিলিয়ে দিচ্ছে ক্রমাগত প্রজন্মকে। যা বি এন পি পারে নি।
অথচ মুক্তিযুদ্ধার সংখ্যা নেহাত কম নয় বিএনপিতে। শুধু মিডিয়ার শক্তিমত্তাকে বিএনপি বুঝতে পারেনি তাই এর ফল শুন্যতে কাতরাচ্ছে।
প্রিয় নেতা ও একজন মুক্তিযোদ্ধা লড়ছেন ক্যান্সারে আর একজন বাংলাদেশ ধুঁকছেন কারাগারে।
জাগ্রত জাতীয়তাবাদী কবে আগুয়ান হবে?
Comments
Post a Comment