সাড়ে ৪ শ শিশুকে ফুটপাথ থেকে তুলে লেখাপড়া শেখান এই পুলিশকর্মী!
গোটা দেশে প্রায় ৩ লক্ষ শিশু ভিক্ষাবৃত্তি করেই খাদ্যসংগ্রহ করে। দু’বেলা খাবার জোগার করতেই যখন নাভিশ্বাস ওঠার জোগার, সেখানে স্কুলে যাওয়া কিংবা পড়াশুনো করা, তাদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের পথশিশুদের পাশে দাঁড়াচ্ছেন রাজস্থানের এক পুলিশকর্মী। ওই রাজ্যের চুরু জেলায় তিনি তৈরি করে দিয়েছেন এমন একটি স্কুল, যেখানে পড়ানো হয় শুধুমাত্র পথশিশুদেরই।


Comments
Post a Comment