প্রতিহিংসার কারণে শাসকদের কানে একজন মুক্তিযোদ্ধার আর্তনাদও পৌঁছেনি, বললেন ভিপি নুর

 বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মারা যাওয়ার আগে মির্জা ফখরুলের কাছে বাংলাদেশে আসার আকুতি জানিয়েছিলেন।
খোকার মৃত্যুর পর সোমবার ঢাকসুর ভিপি নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেনপাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‌স্বাধীনতার ৪৮ বছরের অর্জন! স্বদেশের মাটিতে মৃত্যুবরণের আকুল আকুতি জানিয়েও ৬ মাসে পাসপোর্ট মেলেনি বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার মেয়র ও বর্ণাঢ্য রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার।
মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন নিজের জীবনকে বিপন্ন করে দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিহিংসার রাষ্ট্রব্যবস্থার শাসকদের কানে একজন মুক্তিযোদ্ধার আর্তনাদও পৌঁছেনি। গণতন্ত্রের মুখোশে জনবিরোধী স্বৈরতন্ত্র আর একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভিন্নমতের ওপর দমন-পীড়ন, গুম,খুন, হামলা, হয়রানি-এই হচ্ছে ৪৮ বছরের স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের চিত্র!

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই