খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলার অধিকার ওবায়দুল কাদেরের নেই: ফখরুল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
বৈঠকে সম্প্রতি ভারতের সঙ্গে করা প্রধানমন্ত্রীর সকল চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী এবং তথ্য কমিশনের কাছে চিঠি দিবে বিএনপি।
ফখরুল বলেন, বেগম জিয়ার শারিরীক অবস্থা কি আছে তা নিয়ে ওবায়দুল কাদেরের কথা বলার কোন অধিকার নেই। কারণ তিনি ডাক্তার নন। তিনি তার রাজননৈতিক দৃষ্টিকোণ থেকে বলছেন। আপনারা রাজনৈতিক দৃষ্টিকোণ বাদ দিয়ে মানবিক হোন। সাধারণ একটা বন্দীর অধিকার সুচিকিৎসা পাওয়ার জন্য। যেখানে প্রধানমন্ত্রী সুস্থ অবস্থায় হাসপাতালে গেছেন।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু