আমাদের উদ্দেশ্য সারা বিশ্বের মুসলিমদের রক্ষা করা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ওআইসির সদস্যদের ভিতরে ঐক্য এবং ওআইসি তৈরীর উদ্দেশ্য বাস্তবায়নে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ইস্তাম্বুল ইভেন্টে ওআইসিকে শক্তিশালী, ক্ষমতাশালী, সমৃদ্ধশালী করা এবং ওআইসির সদস্যদের ভিতর ঐক্য তৈরি করার উপর জোর দেবে তুরস্ক।
তুরস্ক ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসির) ভিতর মধ্যস্থতার এজেন্ডাকে বাড়াতে সহায়তা করতে প্রস্তুত থাকবে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন “বিশ্বজুড়ে আরও অনেক দ্বন্দ্ব রয়েছে, যা কম মনোযোগ আকর্ষণ করে কারণ এগুলি কারও কাছে দূরের বলে মনে হয়। তবুও এই দিন এবং যুগে কোনও স্থান খুব বেশি দূরে নয়। আজ দূরের মুসলিমদের উপর নির্যাতন হতে দেখে কোন ধর্মভীরু মুসলিম চুপ করে থাকতে পারে না। এ কথাগুলো আল্লাহর সৈনিক এরদোগানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন।
Comments
Post a Comment