বিএনপি সরকার পতন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে
বিএনপি সরকার পতন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ বিএনপি নেতা সাদেক হোসেন খোকার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, সেই আন্দোলনেই মুক্তি মিলবে খালেদা জিয়ার। অন্যদিকে, দুর্নীতি দমনের লক্ষ্যে শুদ্ধি অভিযানের নামে জাতির সাথে প্রতারনা করছে এই সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে আলাদা আলোচনায় এসব কথা বলেন ঐক্যফ্রন্ট নেতারা।
অসুস্থ বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠান। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার পতন আন্দোলনের প্রস্ততি নিচ্ছে বিএনপি।
এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া মুক্তি পেলে মুক্তি পেলে নি:চিহ্ন হবে আওয়ামী লীগ। অন্যদিকে, রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদে নাগরিক ঐক্যের প্রতিনিধি সভায় মাহমুদুদুর রহমান মান্না বলেন, দুর্নীতি দমনের সদিচ্ছা নেই সরকারের। গেলো নির্বাচন বাতিলের দাবিতে আগামী ৮ নভেম্বর প্রেসক্লাবে নাগরিক ঐক্য সমাবেশ করবে বলেও জানান মাহমুদুর রহমান মান্না।
Comments
Post a Comment