পাকিস্তানে চলন্ত ট্রেনে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৭৪
দুর্ঘটনাকবলিত ট্রেনটি পাঞ্জাবের পূর্বাঞ্চলের দিকে যাচ্ছিল বলে নিশ্চিত করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
রহিম ইয়ান খান শহরের উপকমিশনার জামিল আহমেদ জানান, পাঞ্জাব রাজ্যের লিয়াকতপুরের কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনের ভেতর গ্যাস স্টোভে রান্না করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন ধরে গেলে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
আহত যাত্রীরা জানান, অগ্নিকাণ্ডের পর অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে থাকেন। যাঁদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ও বেঁচে যাওয়া যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। তবে একপর্যায়ে ট্রেনটি থেমে যায়।
দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, কিছু যাত্রী নিয়ম ভঙ্গ করে দ্রুতগতিতে ছুটতে থাকা ট্রেনটির ভেতর সকালের নাশতা তৈরি করার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এদিকে ট্রেনটির চালক সাদি আহমেদ খান জানান, ট্রেনটির ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমটি সঠিক কার্যক্ষমতায় ছিল এবং আগুন লাগার তিন মিনিটের মধ্যেই ট্রেনটি থামে। ‘চালক হিসেবে এই দুর্ঘটনা আমার জীবনের সবচেয়ে খারাপ ট্র্যাজেডি,’ বলেন তিনি।
পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী ইয়াসমিন রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, লিয়াকতপুরের একটি হাসপাতালে আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে দুর্ঘটনাস্থলের
Comments
Post a Comment