আদালতের ঘাড়ে বন্দুক রেখে, ইচ্ছেমতো রায় দেওয়াচ্ছে সরকার: ভিপি নুর
নিউজ বরিশাল : পাসপোর্টের জন্য বিভিন্ন কর্মকর্তার কাছে গত চার মাস ধরে ঘুরেও পাসপোর্ট না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের।
সাধারণ প্রতিবাদী মানুষের চলাফেরাকে সরকার প্রতিনিয়ত সংকুচিত করার পাঁয়তারা করছে অভিযোগ করে তিনি বলেছেন, সরকার নৈতিকভাবে দুর্বল হওয়ায় ছাত্রদের প্রতিনিধিকে পাসপোর্ট দিতে ভয় পাচ্ছে। পাসপোর্ট পাওয়া একটি মানুষের মৌলিক অধিকার। এরপরও সরকার পাসপোর্ট না দিয়ে আমার চলাফেরা নিয়ন্ত্রণ করতে চায়।
এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে, বিচার বিভাগকে প্রভাবিত করে নিজেদের ইচ্ছেমতো রায় দেওয়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
Comments
Post a Comment