গুণ্ডা তৈরির কারখানা ছাত্রলীগ, এদের অভিভাবক শেখ হাসিনা: মোশাররফ হোসেন

নিউজ ডেস্কঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বুয়েটের আবরারকে যারা হত্যা করেছে তারা ছাত্রলীগ। ছাত্ররা ছাত্রলীগে যোগদানের আগে সোনার ছেলে ছি‌লো, কিন্তু ছাত্রলীগে
যোগদানের পরে তারা দানবে পরিণত হয়েছে। তাহলে বলাই যায়, ছাত্রলীগ গুণ্ডা তৈরির কারখানা, আর এই ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা
জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের সহধর্মিণী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি গুরুত্বর অসুস্থ। তাঁর বয়স বিবেচনা করে উচ্চ আদালত যেকোনও সময় তাকে মুক্তি
দিতে পারেন। কিন্তু কেন কী কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না? তি‌নি আরও ব‌লেন, এখনও সময় আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন
দিন। তাহলে হয়তো বাঁচতে পারেন। বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ রাজনীতিতে এতিম হয়ে ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে। এবার অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। একবার ক্ষমতা চলে গেলে শুধু
২১ বছর নয়, এবার তিন ২১ বছর রাজনীতিতে এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,
যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, এবিএম মোশারফ হোসেন, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
নিউজ১২/নি

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু