খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলার শুনানি ২৭ নভেম্বর

য় সংবাদ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন। রোববার এ মামলার শুনানির দিন ধার্য ছিল।
খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া জানান, বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে জানিয়েছে, তার চিকিৎসা চলমান। এ জন্য তাকে আদালতে হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতে আদালত আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু