এবার বিসিবি পরিচালকের গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

এবার বিসিবি পরিচালকের গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও রাজধানীর অভিজাত গুলশান ক্লাবের সভাপতি শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ শনিবার (২ নভেম্বর) বিকালে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। মামলায় শওকত আজিজ রাসেলকে প্রধান আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে ওই গাড়ি থেকে পিস্তলের ২৮ রাউন্ড গুলি, ১২শ’ পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ২৮ ক্যান বিয়ার, নগদ ২২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাদা রঙের একটি জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ: ১৩-৮৩৭৫) পুলিশের জব্দ তালিকায় দেখানো হয়েছে।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

তিন হাজার বন্দীকে মুক্তি দেয়ার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।মানবিক কারনে হলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে জামিনে মুক্তি দেয়া হোক।