বুলবুলের প্রভাব শুরু (ঘূর্ণিঝড়)

পাড়েরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন জানান, পাড়েরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির অধিকাংশ ট্রলার নিরাপদে এলাকায় ফিরে এসেছে। খারাপ আবহাওয়ার কারণে ১০/১২টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে সতর্কতামূলক মাইকিং চলছে। এ ছাড়াও উপজেলার ১৯টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুল: চট্টগ্রাম বন্দরে দেখানো হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই