Posts

Showing posts from April, 2019

মোতাহার আলম চৌধুরী, মদন(নেত্রকোনা)ঃ সরকারের কঠোর সিদ্ধান্তের মধ্যেই কোচিং নাম পরিবর্তন করে অভিনব কায়দায় মদনে চলছে প্রাইভেট বাণিজ্য। কিছুতেই থামছে না তাদের এই অনৈতিক কর্মকান্ড। সকাল- বিকাল শিক্ষকদের বাসার সামনে দেখলে মনে হয় কোন বিদ্যালয় ছুটি হয়েছে। নীতিমালা তোয়াক্কা না করে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজ বাসা-বাড়ি ও ঘর ভাড়া করে চালাচ্ছে তাদের এ কর্মকান্ড। এ কারণে ছেলে-মেয়ের পড়ালেখার খরচ চালাতে গিয়ে অভিভাবকদেরকে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণি কক্ষে স্যারেরা ঠিকমত পড়ান না। প্রতিটা বিষয়ের প্রাইভেট চালু হওয়ায় নিয়মিত বিদ্যালয়ের ক্লাসে যেতে আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। ফলে বিদ্যালয়ের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, শ্রেণি কক্ষে ঠিকমত পড়ালে বাইরে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। ভাল মন্দের যাচাই-বাচাই না করে ঢালাও ভাবে ক্লাসের সব শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়তে বাধ্য করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত থাকেন। প্রাইভেট না পড়লে পরীক্ষায় শিক্ষকরা নম্বর কম দেয় বলে একাধিক অভিযোগ রয়েছে। পৌরসদরের জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট প্রবণতা বেশি। এ নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় প্রাইভেট ও কোচিং বাণিজ্য নিয়ে ব্যাপক আলোচনা হলেও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহন না করায় এর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ বাবুল তালুকদারের প্রাইভেট বানিজ্য চলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার পিছনে নিজ বাসায়। একই বিদ্যালয়ের গনিত শিক্ষক খালেদ ইবনে সিরাজ (সুমন) এর প্রাইভেট বাণিজ্য চলে বাড়িভাদেরা রোডের নিজ বাসায়। একই বিদ্যালয়ের কৃষি শিক্ষক আবু বকর মোহাম্মদ জাকারিয়া আল রাযীর প্রাইভেট বাণিজ্য চলে শ্যামলী রোডের ভাড়া বাসায়। একই বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক নূরুল আমীন আজাদের প্রাইভেট বাণিজ্য চলে নিজ বাসায়। বালালী বাঘমারা উচ্চ বিদ্যালযের সহকারি শিক্ষক কাজিম উদ্দিনের প্রাইভেট বানিজ্য চলে ফচিকা রোডের ভাড়া বাসায়। চাহাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আলমের প্রাইভেট বানিজ্য চলে জাহাঙ্গীরপুর নিজ বাসায়। মদন শহীদ স্মরনিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্যামল চন্দ্র দে প্রাইভেট বানিজ্য চলে বাড়িভাদেরা রোডের নিজ বাসায়। সুখারী দাখিল মাদ্রাসার অফিস সহকারি জহিরুল ইসলামের কোচিং বাণিজ্য চলে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তোতা মিয়ার দু-তলা ভবনে। বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাদেকুর রহমানের প্রাইভেট বাণিজ্য চলে তার নিজ বাড়ি পরশখিলা গ্রামের বাংলো ঘরে। এ ছাড়া একই কায়দায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে জমজমাট প্রাইভেট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণি ভেদে কমপক্ষে ৫শ থেকে সর্বোচ্চ ১হাজার ৫শ টাকাও আদায় করা হয়। এতে একজন শিক্ষক প্রতিদিন একাধিক ব্যাচ পড়িয়ে মাসে কয়েক লাখ টাকা উপার্জন করছেন। পূর্বে এই প্রাইভেট বাণিজ্য শহরের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত থাকলেও এখন তা ক্যান্সার রোগের মত ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের স্কুল গুলোতেও। কোচিং সেন্টাররের মালিক সুখারী দাখিল মাদ্রাসার অফিস সহকারি জহিরুল ইসলাম জানান, আমার অজ্ঞিতায় আমি গণিত,ইংরেজি ও বিজ্ঞান পড়াই। তবে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতি মাসে ৫শ থেকে ১হাজার টাকা আদায় করি। তবে কোনো পরিক্ষার ফি নেয়া হয় না। বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুর রহমান জানান, আমার বাড়িতে সকাল-বিকাল ৮ম শ্রেনি থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াই। তবে কোনো প্রাথমিক শিক্ষার্থী পড়াই না। উক্ত কর্মকান্ডে জড়িত শিক্ষকরা প্রাইভেট পড়ানোর সত্যতা স্বীকার করে বলেন, আমাদেরকে যদি কেহ নিষেধ করেন তবে আমরা প্রাইভেট পড়াব না। জাহঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার জানান, আমি শিক্ষকদের প্রাইভেট পড়াতে নিষেধ করে, সরকারি বিধি মোতাবেক কাজ করতে বলেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সুত্রধর জানান, স্কুল চলাকালীন সময় ব্যাতিত নিজ বিদ্যালয়ের দূর্বল শিক্ষার্থীদের পাঠদান দিতে পারে তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর বিষয়টি আমার জানা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান, প্রাইভেট এবং কোচিং সরকারি ভাবে নিষিদ্ধ। যদি কেহ পড়ায় জানলে ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান, যে বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট বা কোচিং করছেন তাদের তালিকা সংগ্রহের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলে দিয়েছি। তালিকা পেলেই ব্যবস্থা নেয়া হবে। শেয়ার করুন-

Image
মোতাহার আলম চৌধুরী, মদন(নেত্রকোনা)ঃ সরকারের কঠোর সিদ্ধান্তের মধ্যেই কোচিং নাম পরিবর্তন করে অভিনব কায়দায় মদনে চলছে প্রাইভেট বাণিজ্য। কিছুতেই থামছে না তাদের এই অনৈতিক কর্মকান্ড। সকাল- বিকাল শিক্ষকদের বাসার সামনে দেখলে মনে হয় কোন বিদ্যালয় ছুটি হয়েছে। নীতিমালা তোয়াক্কা না করে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজ বাসা-বাড়ি ও ঘর ভাড়া করে চালাচ্ছে তাদের এ কর্মকান্ড। এ কারণে ছেলে-মেয়ের পড়ালেখার খরচ চালাতে গিয়ে অভিভাবকদেরকে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণি কক্ষে স্যারেরা ঠিকমত পড়ান না। প্রতিটা বিষয়ের প্রাইভেট চালু হওয়ায় নিয়মিত বিদ্যালয়ের ক্লাসে যেতে আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। ফলে বিদ্যালয়ের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, শ্রেণি কক্ষে ঠিকমত পড়ালে বাইরে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। ভাল মন্দের যাচাই-বাচাই না করে ঢালাও ভাবে ক্লাসের সব শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়তে বাধ্য করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্র

ssc result publist 6 may 2019

Image
https://allresultbd.com/ssc-result-marksheet-bangladesh/?mobile=yes সবার জন্য সুব কামনা রইল

এক নগ্ন নির্যাতনের শিকার!!বাহাত্তর দিন রিমান্ডে একটাই চাওয়া ছিল - উনি যেন রাজ স্বাক্ষী হয়ে, বিএনপি তথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব- তারেক বিরুদ্ধে উল্টাপাল্টা বলেন,বললে হয়ত আজ রাজপ্রসাদে আরাম, আয়েশ,করে দেশ বিদেশে ঘুরে ব্যবসা,বানিজ্য করতে পারতেন,এ রকম আশ্বাসও দেওয়া হয়েছিল,কিন্তুু উনি উনার নীতি আদর্শ থেকে বিন্দু পরিমান পিছপা হননি,রাজসাক্ষী ও হননি,স্যালুট আপনাকে ভাটি বাংলার নয়নের মণি লুৎফুজ্জামান বাবর ভাই। ক্ষমা করবেন আমাদের।

Image
এ এক নগ্ন নির্যাতনের শিকার!!বাহাত্তর দিন রিমান্ডে একটাই চাওয়া ছিল - উনি যেন রাজ স্বাক্ষী হয়ে, বিএনপি তথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব- তারেক  বিরুদ্ধে উল্টাপাল্টা বলেন,বললে হয়ত আজ রাজপ্রসাদে আরাম, আয়েশ,করে দেশ বিদেশে ঘুরে ব্যবসা,বানিজ্য  করতে পারতেন,এ রকম আশ্বাসও দেওয়া হয়েছিল,কিন্তুু উনি উনার নীতি আদর্শ থেকে বিন্দু পরিমান পিছপা হননি,রাজসাক্ষী ও হননি,স্যালুট আপনাকে ভাটি বাংলার নয়নের মণি লুৎফুজ্জামান বাবর ভাই। ক্ষমা করবেন আমাদের। Copy..soriful Islam Masum

শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতির মৃত্যুতে বিএনপির শোক

Image
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ শোক জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলায় দলের পক্ষ থেকে ইতিমধ্যে নিন্দা, প্রতিবাদ ও শোক জানানো হয়েছে। এই হামলা মানবতা ও মানবজাতির বিরুদ্ধে এক ভয়ঙ্করতম অপরাধ। এই বোমা হামলা দেশ-কাল ও সভ্যতার জন্য এক বড় ধরনের কলঙ্ক। এসময় শ্রীলংকায় রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। এছাড়া বোমা হামলায় আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সের আশু সুস্থতা কামনা করে তাদের পরিবার-পরিজনকে সমবেদনা জানান বিএনপির এ নেতা। প্রসঙ্গত গত রোববার শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলায় নিহত হয় জায়ান চৌধুরী। এ সময় তার বাবা প্রিন্স গুরুতর আহত হন। তিনি শ্রীলংকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে আজ দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলংকা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়ানের লাশ পৌঁছানোর কথা রয়েছে।
Image
নেত্রকোনার পূর্বধলায় ইউএসএআইডির উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। আজ বুধবার উপজেলার শ্যামগঞ্জ বাজারে ইউএসএআইডির কৃষি ও খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচী পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্‌জাহান মিয়াসহ আরো অনেকে। সেখানে তিনি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং-এর আবিস্কৃত বিএইউ এসটিআর ডায়ার (ধান শুকানোর যন্ত্র) পরিদর্শন করেন। মানুষের কাছ থেকে ইউএসএআইডির উন্নয়ন কর্মসূচীগুলোর প্রভাব সম্পর্কে জানাই ছিল এই সফরের উদ্দেশ্য। এসব কর্মসূচী কিভাবে কৃষিতে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করেছে তা পর্যবেক্ষন করেন তিনি।

মদন উপজেলা নবীন দলের যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান তাপস ইন্তেকাল ফরমাইয়াছেন।

Image
রাত ২:০০ মিনিটে মদন উপজেলা নবীন দলের যুগ্ম - আহবায়ক #আখতারুজ্জামান #তাপস  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মরহুমের জানাজার নামাজ ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে...  আল্লাহ্ তাপস কে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং উনার পরিবারকে উনার মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন আমিন..........

রাত ২:০০ মিনিটে মদন উপজেলা নবীন দলের যুগ্ম - আহবায়ক #আখতারুজ্জামান #তাপস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মরহুমের জানাজার নামাজ ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে... আল্লাহ্ তাপস কে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং উনার পরিবারকে উনার মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন আমিন..........

Image
রাত ২:০০ মিনিটে মদন উপজেলা নবীন দলের যুগ্ম - আহবায়ক #আখতারুজ্জামান #তাপস  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মরহুমের জানাজার নামাজ ২:৩০ মিনিটে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে...  আল্লাহ্ তাপস কে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং উনার পরিবারকে উনার মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন আমিন..........

আবার গাড়ি চাপায় প্রাণ হারালো পটিয়া এস জে চৌধুরী কলেজের এক ছাত্রী।

Image
আবার গাড়ি চাপায় প্রাণ হারালো পটিয়া এস জে চৌধুরী কলেজের এক ছাত্রী। এই দেশে সুষ্টভাবে জন্মগ্রহণ করতে পারলে ও সুষ্টভাবে মৃত্যুবরণ করতে পারেনা, হয় গাড়ি চাপায় মরতে হবে, না, হয় আগুনে পুড়ে মরতে হবে। আর কত প্রাণ যাবে এই ভাবে,,,, copy mirza fokhrul islam alomgir আবার গাড়ি চাপায় প্রাণ হারালো পটিয়া এস জে চৌধুরী কলেজের এক ছাত্রী। এই দেশে সুষ্টভাবে জন্মগ্রহণ করতে পারলে ও সুষ্টভাবে মৃত্যুবরণ করতে পারেনা, হয় গাড়ি চাপায় মরতে হবে, না, হয় আগুনে পুড়ে মরতে হবে। আর কত প্রাণ যাবে এই ভাবে,,,, Image may contain: 1 person, sitting