Posts

Showing posts from June, 2018

বিদেশি পতাকা উড়িয়ে কি লাভ.....

Image
বিদেশি পতাকা উড়িয়ে কি লাভ, রক্তে কেনা পতাকাটির সম্মান সবার উর্ধে.............!! সবাই যখন ফুটবল বিশ্বকাপেরর উদ্মাদনায় নিয়ে ব্যস্ত, বিভিন্ন ফুটবল পরাশক্তি দেশের পতাকা উত্তোলন করা নিয়ে ব্যস্ত এমন সময় নিজের দেশের লাল সবুজের ১৮০০ ফুট লম্বা পতাকা উত্তোলন করে ইতমধ্যেই সবার নজর কেড়েছে কিশোরগঞ্জ জেলার যশোদল ইউনিউনের মোঃ সাইফুল ইসলাম। দেশ প্রেমের অনন্য নজির সৃষ্টি করলেন। তাকে মন থেকে ধন্যবাদ জানাই......

বিশ্বকাপ খেলা আর মাত্র কয়েক ঘণ্টা।

Image
বিশ্বকাপ খেলা আর মাত্র কয়েক ঘণ্টা বাকী, আর্জেন্টিনা সার্পুটার যারা অাছেন সবাই, সজাক হোন ব্রাজিল শুত্রুরা কিভাবে আমাদের কাছে যাতে কিছু না করতে পারে। আমরা আছি থাকব এবার বিশ্বকাপ নিবই নিব,ব্রাজিল আর যেতে পারবে না।  সবাই প্রস্তুত হোন, অার্জেন্টিনা সার্পোটার যারা অাছন।

নেত্রকোনা মদনে অভিজানে গ্রেফতার ১১

নেত্রকোনার মদনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। রোববার গ্রেফতার কৃতদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়,মদন থানার পুলিশ পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় শনি ও রোববার অভিযান চালিয়ে নূরে আলমকে ৭ পিস ইয়াবা ,বিদ্যুৎ মিয়া কে ৫ পিস ইয়াবা এবং ইয়াবা ব্যবসায়ী নাজমূল হাসান সুজনসহ ১১ জনকে আটক করেছে। অন্য গ্রেফতারকৃতরা হলো,মাদক সেবনকারী আবুল কাশেম,লুৎফুর রহমান,মিলন মিয়া এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি মোবারক হোসেন,এরশাদ মিয়া, আশাদুল,ইসলাম উদ্দিন। ওসি মোঃ শওকত আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ওয়ারেন্ট ভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করে রোববার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

আমার জিবনে চলার সাথী

Image
আমি একজনকে ভালবাসি তার জন্য প্রতিদিন বসে থাকি ,কিন্তু কষ্টের বিষয় ,অন্য একজন তার পিছনে গুরে ,তার কারনে কিছুই পারছি না ,এই হলো আমার চলার পথের  ক্ষুদ্র কাহিনী ,অবশেষ তার পিচনে আসায় আছি ;;;;;;;;;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জননেতা জনাব তারেক রহমান এর নির্দেশ মোতাবেক স্বেচ্ছাসেবক দলের ১৯ টি ইউনিটের আংশিক কমিটি গঠন।

Image
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জননেতা জনাব তারেক রহমান এর নির্দেশ মোতাবেক স্বেচ্ছাসেবক দলের ১৯ টি ইউনিটের আংশিক কমিটি গঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা, খুলনা মহানগর, সাতক্ষীরা জেলা, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, বরিশাল জেলা, বরিশাল মহানগর, রংপুর জেলা, রংপুর মহানগর, গাইবান্ধা জেলা, ঠাকুরগাঁও জেলা, ঢাকা জেলা, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ মহানগর, মৌলভীবাজার জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল। কমিটিগুলো নিম্নরূপ:- নরসিংদী জেলা কমিটি সভাপতি : মোঃ নাসির উদ্দিন সিনিয়র সহ সভাপতি : শাহদাত হোস

হাস ছুড়ি করার মজাই আলাদা।

Image
আজ আমরা আমাদের ফ্রেন্ডস এর হাসের হারামে হাস চুড়ি করতে গিয়েছিলাম। আমরা ৫ জন সংগি ছিলাম, আর আর আমরা হাস ধরতে অনেক মজা হয়েছে। পুরা রুদ্রে গুরে আমরা কমাদের হাওরে গিয়েছিলাম হাস ধরার জন্য কিন্তু দুক্ষের বিষয় হাস আনতে পারিনি, কিন্তু কিনে আনতে হয়েছে। আমার বন্ধু দেয়নি। হাস তাই আমরা ৫ টা হাস কিনে আনতে হয়েছে। তখন ছিলাম। পারভেজ,সাইমুন,জহিরুল,বাসির,সানু ঘুন্ডা, শুভ সবাইকে দাওয়াত রইল?

মেসি বলেছেন আমি ইজ্রাইল আর খেলব না।

আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ শুরু আগামী ১৪ই জুন থেকে। তবে এই আসরের আগে প্রত্যেক দলেই খেলছে প্রস্তুতি ম্যাচে। নিজেদের শিরোপার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য। তবে সেটার উলটো নয় মেসির আর্জেন্টিনাও। ফুটবভল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ইসরায়েলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো মেসিদের। কিন্তু ইসরায়েরলের গনহত্যা এবং খেলোয়াড়ডের অনাপত্তির মুখে আর ইসরায়েলে যায়নি মেসির আর্জেন্টিনা। এই ব্যাপারে মেসি বলেন ,’ একজন ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে আমি কখনো আমি তাদের বিপক্ষে খেলতে চায় না যারা বিনা অপরাধে নিরীহ শিশুদের হত্যা করে। ইউনিসেফের হয়ে কাজ করতে আমাকে এমন দায়িত্ব দেওয়া হয়নি। খেলার আগে আমার কাছে সবসময় মানবিকতা বড়। আমি মানবিকতাকেই সবচেয়ে সম্মানের চোখে দেখি।’

আসিফ তার নিজ বাসা থেকে গ্রেফতার

Image
আসিফ আকবার একজন গানের শিল্পী, শফিক তুহিন একজন গানের গীতিকার, সুরকার, শিল্পী। এদের ভিতর বিরোধের শুরু ব্যবসা নিয়ে। যে মামলায় আসিফ গ্রেফতার তা যুক্তিযুক্ত। গানের মালিককে না জানিয়ে ও ঠকিয়ে কোটিপতি হবার অভিযোগ করেছেন শফিক তুহিন। শেষতক মামলাও করতে বাধ্য হয়েছেন। আসিফ আকবরের উদ্ধত আচড়নের কারণে। অভিযোগ কতটুকু সত্য তা হয়তো বেরিয়ে আসবে। এখন কথা হলো সমাধান কি বাহিরেই করা সম্ভব ছিলোনা? নাকি এসব মামলা দিয়েই সমাধান করতে হয়? জানা দরকার! কোন উকিল ভাইকি বলতে পারবেন এই বিষয়ে সমাধান কোথায় করা উত্তম? নিজেরাই সমাধান করে নেয়া, নাকি মামলা করে সমাধান করা????? একটি প্রতিষ্ঠানের সম্পদ নিয়ে ব্যবসা করে যাচ্ছে। কোটি টাকা হাতানোর অভিযোগ তার বিরোদ্ধেও আছে। নিচে শফিক তুনিহের মামলা ও আসিফ আকবরের বিরোদ্ধে অভিযোগ দেয়া হলো। ## ## শফিক তুহিন এজাহারে অভিযোগ করেছেন, গত ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে।

বাড়ি ভাদেরা এবং মঙ্গল শ্রী 2 গ্রুপের সংঘর্ষ আহত ৪

Image
আজ বাড়ি ভাদেরা এবং মঙ্গলশ্রী গ্রামে ২ গ্রুপের সংঘর্ষ আহত ৪ কোন এক কথার জালে এই সংঘর্ষ হয়। তাই এর যের দরে বাড়ী ভাদেরার বিপক্ষ দল  লাটি সুডা নিয়ে বাড়িভাদেরা ব্রিযে চলে  আসে তাই এই সংঘর্ষ হয়। আহতরা আটপাড়া হস্পিতালে ভরতি আছে। বিপক্ষ দল মর্মান্তিক ভাবে আহত হন

আবেগের কথা শুনুন

Image
মানুষের জেমন একটি কপালে দুতি চোখ তেমনি মনের মাঝে একটি বিবেক অপরটি আবেগ।। মনের দুটি অংশ অর্থাৎ আবেগ ও বিবেক দ্বারা পরিচালিত।।।। আমরা মানুষ স্থান কাল পাত্র ভেদে আবেগ ও বিবেক কে কাজে লাগাই।।।। আবেগ দিয়ে কি হবে, বিবেক না থাকলে। বিবেক শুধুই মনের উপর চাপ বাড়ায়। এই যুগে কিছু পরাজিত মানুষ এখনও বিবেক মেনে কাজ করে। তারা কোনকিছুতে ব্যর্থ হলে এই ভেবে মনে আনন্দ পায় যে বিবেকের কাছে কোনো জবাবদিহিতা রাখিনি। সেইসব পরাজিত মানুষের জন্য শুধুই আফসোস। বিবেকের কাছে দায়বদ্ধ থেকে পৃথিবীতে কেউ সফল হতে পারেনি। বিবেক টাও এক ধরনের আবেগ।। আমরা অনেকেই বিবেক বিবেক বলে গলা ফাটায় এটাও এক ধরনের আবেগ।।।। শুধু আবেগ দিয়ে জেমন দুনিয়া চলেনা তেমনি শুধু বিবেক দিয়েও দুনিয়া চলেনা।।।। সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ আচরণ এর জন্য বিবেক অপরিহার্য। তেমনি সম্পর্ক ভালবাসা মনুষ্যতব কে বুঝার জন্য আবেগ অপরিহার্য।।। বিবেক দিয়ে আমরা আবেগ কে লাগাম দেই। আবার আবেগ দিয়ে বিবেক কে।।। বিবেক দিয়ে জেমন আবেগ উপলব্ধি করি তেমনি আবেগ দিয়ে বিবেক।।।।।। এভাবে এরা একে অপরের পরিপুরক।। মানুষ জখন বড় ভাবে আঘাত পায় বা ব্যারথ হয় তখন সে হয় অতি বিবেকবান হয় অথবা আবেগি

ভাইগ্নার পকেটে টাকা নাই

Image
মামা ভাইগ্নার পকেটে টাকা নাই। কি করমু আবেগ বসত কিছু টাকা দিলে মনে হয় ভালই হইল।  আমি সবার কাছে টাকা পাই কেউ দেয়না। এখন কি করা উচিৎ মামা বল?   একটা গান মনে পরল, পরের যাগা পরের জমিন ঘড় বানাইয়া আমি রই আমি ত সেই গড়ের মালিক নয়।মামা টাকা দে?  amadermadan

ভাইগ্নার পকেটে টাকা নাই।

Image
মামা ভাইগ্নার পকেটে টাকা নাই। কি করমু আবেগ বসত কিছু টাকা দিলে মনে হয় ভালই হইল।  আমি সবার কাছে টাকা পাই কেউ দেয়না। এখন কি করা উচিৎ মামা বল?   একটা গান মনে পরল, পরের যাগা পরের জমিন ঘড় বানাইয়া আমি রই আমি ত সেই গড়ের মালিক নয়।মামা টাকা দে? 

মামু ভাইগ্নার কথা

Image
- কিরে ভাইগ্না কইলিনা তর মন খারাপ ক্যান? - ওহ,আয়া পড়সো? কই আসিলা হারা দিন কওতো মামু? -তর মামির লগে ছিলামরে গাধা। আমি রাইত কইরা বাড়ি ফিরলে বুঝিবি তর মামি আমারে আইতে দেয়নাই। -মামি তোমারে খালি রাইতে আটকায় ক্যান,দিনে আটকায়না ক্যান? -কিছু মিন কইরা কইলি? - আরে মামু, মিন করার কি আছে? তুমি আমার মামু, মামুর প্রাইবেসী বলে একটা কথা আছেনা ? -ভালোই প্রাইবেসী জ্ঞান তর আজকাল দেখছি। কালকের বাকি কথা শুরু করমু? বিড়ি দিবি? - দেখ বিড়ি তুমি আমার থেকে খাইবাই আমি জানি,নেকামি না কইরা বিড়ি টানো, যা কইবার কও। -আজকের টপিক ভার্চ্যুয়াল পার্ট- টু।আগেই কইসি ভার্চ্যুয়লাের মানে হইলো যা দেখিনাই দেখুমনা জীবনে তাহাই ভার্চ্যুয়াল, মনে আছে তর? - হ, আউগাও। -ব্লগে এক মেয়ে লগে আমার লুতুপুতু আসিলো, আমারে হেয় কঠিন লাইকাইতো, - কি কইলা মামু? লাইত্থাইতো? কেন? তুমি কি করসো? - আরে ধুর, কি কস , কইলাম লাইকাইতো। মানে লাইক করতো। - তো সোজা কতা না কইয়া বেকা কইরা কইলা কেন? এমন সব তেড়ামেড়া শব্দ কই পাও তোমরা ব্লগের মধ্যে? -ক্যান, তুই যে গত কয়ডা পোস্ট দিলি, এগুলা কোন দেশি ভাষা? জীবনে পড়সোস এমন শব্দ

দুই সময়ের দুই স্বরাষ্ট্রমন্ত্রী দুইদলের কিন্তু কতো মিল

Image
দুই সময়ের দুই স্বরাষ্ট্রমন্ত্রী দুইদলের কিন্তু কতো মিল... একজন চুলে জেল দিয়ে আধো ইংরাজী বাংলায় বলতেন "উই আর লুকিং ফর শক্রুজ"..  "র‍্যাব সদস্যরা শুধু আত্নরক্ষার্থে গুলি চালায়, আক্রান্ত না হলে গুলি চালানোর প্রশ্নই ওঠেনা".. অবলীলায় একে একে দলের নিবেদিতপ্রাণ সাহসী জানবাজ কর্মিদের সেই একই গল্প "ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলি ক্রসফায়ারে পরে মারা যায় কয়েকডজন মামলার আসামী উদ্ধার করা হয় পাইপগান গুলি ও দেশীয় অস্ত্রসস্ত্র...ভাগ্যের কি নির্মম পরিহাস সেই নির্বিচারে দলের কর্মিদের নিধন নিশ্চিহ্ন করা স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারই বিশ্বস্ত সেই কালো দানব র‍্যাবের হাতে বন্দী হয়ে আজ কনডেমে সেলে মৃত্যুর প্রহর গুনছেন..আর  আজ এতোদিন পরে সেই একই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অধূনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল.. গত কয়েকবছর ধরে চলা র‍্যাব পুলিশ ডিবি'র ক্রসফায়ারের নামে নির্বিচারে নিরহপরাধ মানুষ হত্যা এবং পবিত্র রমজানুল মোবারকে মাদক বিরোধী অভিযানের নামে নিরহপরাধ মানুষ হত্যার পর একই ভংগীতে স্বউৎসাহে তিনি সাংবাদিক সম্মেলনে পুলিশ র‍্যাবের পক্ষে সাফাই গেয়ে ঘোষ

আসুন জেনে নেই, প্রিয়জনকে ভালোবাসার কথা

Image
ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি। একজন নারী কিংবা পুরুষ কেউ যদি কারও ব্যক্তিত্বে মুগ্ধ হয়; তবে তার মনে ভালবাসার জন্ম নেয়। সত্যিকারের ভালবাসা স্বর্গ থেকে আসে। যাতে কোনো ধরনের খারাপ মানসিকতা সৃষ্টি হতে পারে না। করও জন্য মনে ভালোবাসা সৃষ্টি হলে অনেকে প্রকাশ করতে পারে না। লজ্জা, ভয় ও অপমান হওয়ার ভয়ে অনুভূতিতেই থেকে যায় ভালোবাসা। কিন্তু মনে রাখবেন আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তবে অবশ্যই তাকে তা জানানো উচিত। যাকে ভালোবাসেন তাকে জানানোর চেষ্টা করুন। সে আপনার মনের মণিকোঠার সিংহাসনটির জায়গা দখল করে আছে। আসুন জেনে নেই, প্রিয়জনকে ভালোবাসার কথা জানাবেন কীভাবে- কবিতায় জানান ভালোবাসা যদি কাউকে ভালোবাসেন আর তা যদি মুখে জানাতে লজ্জা পান তবে কবিতায় লিখে জানাতে পারেন ভালোবাসার কথা। ভালোবাসা কখনও চেপে রাখতে নেই। বই উপহার ভালোবাসার প্রিয় মানুষটিকে ভালোবাসার গল্প, কবিতা ও উপন্যাসের বই উপহার দিতে পারেন। আর তাতে লিখে দিতে পারে আপনার মনের কোনায় জমে থাকা ভালোবাসার কথা। বিশেষ দিনে জানাতে পারে ভালবাসার কথা ভালবাসার কথা জানাতে বেছে নিতে পারেন বিশেষ কোনো দিন। বিশেষ দিনে লাল গোলাপ বা চ

মদন পৌরসভা বি এনপির মিল্লাদ মাহফিল////

আজ মদন পৌরসভা ,বাড়িভাদেরা ২ নং ওয়ার্ড মিল্লাদ মাহফিল অনুস্টিত হয় । জনাব লুতফুজ্জামান বাবর সাহেবের বাড়িতে উনস্টিত হয় । উপস্তিত ছিলেন মদন থানার নেতা ব্রিন্দ এবং ছাত্রদল মুলদল এবং পৌরসভার সকল অঙ্গ সঙ্টন।।..... দুয়া করা হয় ...তিনি যাতে আমাদের মাএ ফিরে আসেন

অভিনন্দন নতুন জেলা কমিটিকে

Image
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আজ দেশের ৩০ (ত্রিশ) টি সাংগঠনিক জেলা যুবদলের আংশিক পূর্নঙ্গ কমিটি এবং ১ (একটি) জেলার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কমিটি পূর্নঙ্গ করে কেন্দ্র থেকে অনুমোদ করে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা (উত্তর) জেলা কমিটি সভাপতি ঃ শাহাবুদ্দিন ভ’ইয়া সিনিয়র সহসভাপতি ঃ সাইদ শাহ সাধারণ সম্পাদক ঃ রেজাউল করিম শহিীন যুগ্ম সাধারণ সম্পাদক ঃ তোফায়েল আহমেদ সাংগঠনিক সম্পাদক ঃ এড. তৌহিদুল ইসলাম পটুয়াখালী জেলা কমিটি সভাপতি ঃ মনিরুল ইসলাম লিটন সিনিয়র সহসভাপতি ঃ তৌফিক আলী খান কবির সাধারণ সম্পাদক ঃ মোস্তাফিজুর রহমান রুমি যুগ্ম সাধারণ সম্পাদক ঃ মোঃ শিবলু খান সাংগঠনিক সম্পাদক ঃ তানভির আহমেদ বাপ্পী শেরপুর জেলা কমিটি সভাপতি ঃ মোঃ শফিকুল ইসলাম মাসুদ সিনিয়র সহসভাপতি ঃ শ্রী জিতেন্ত্র মজুমদার সাধারণ সম্পাদক ঃ মোঃ আতাউর রহমান আতা যুগ্ম সাধারণ সম্পাদক ঃ মফিজুল ইসলাম মোল্লা সাংগঠনিক সম্পাদক ঃ মোঃ আবু রায়হান রুপন জয়প

আমার কিছু আবেগের কথা।

Image
ভালোবাসা বলতে কিছু নেই,সব দু'চোখের আকর্ষণ ছাড়া আর কিছুই না।যে যাই বলুক না কেনো, আমি বিশ্বাস করি না।আমি তোমাকে ছাড়া বাঁছবো না।তুমি আমার জীবনের চেয়েও প্রিয়।সব আবেগের কথা।নিজের জীবনের চেয়ে অন্য কেও প্রিয় হতে পারেনা।অনেকে উদাহরণ দেখিয়ে বলবেন যে রোমিও জুলিয়েট, লাইলি মজনু, শিরী ফরহাদ এর কথা,আসলে এরা সব উপন্যাসের চরিত্রের নাম ছাড়া আর কিছু না।
আমাদের দেশে অনেক বড়। ..পাহার আছে

আর্জেন্টিনা প্রথাকা উরিয়ে দিলাম ,বাড়িভাদেরা ২ নং ওয়ার্ড

Image
আর্জেন্টিনা প্রথাকা উরিয়ে দিলাম,।।আমাদের কথা হলো এইবার বিশ্বকা  নিবেই নিবে...।ব্রাজিল সারপুট যারা করে সব হলো । রহিঙ্গা.. ফুটবল ভক্তদের জন্য সুখবর৷ আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে থাকছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি৷ বাছাইপর্বে একের পর এক ব্যর্থতার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপে পৌঁছানো নিয়ে যে  সংশয় তৈরি হয়েছিল   তা দূর হয়েছে মঙ্গলবার রাতে৷ শেষ ম্যাচে বড় জয়ই পেয়েছে আর্জেন্টাইনরা৷ হ্যাটট্রিক করে এ ম্যাচেও জয়ের নায়ক সেই মেসি৷ যদিও খেলার শুরুতে ভড়কে গিয়েছিলেন অনেকে৷ প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় ইকুয়েডর৷ তাদের হারানোর কিছু ছিল না৷ কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপে যেতে দিতে না পারলে  তাদের জন্য তা-ও হতো বড় অর্জন৷ অন্যদিকে, গোল খরায় থাকা মেসিদের কাঁধে তখন পাহাড়সম চাপ৷সেই চাপ কাটিয়ে উঠতে অবশ্য বেশি সময় লাগেনি৷ বাঁ পায়ের শটে গোলে বল জড়ান মেসি, খেলার বারো মিনিটের মাথায়৷ প্রথম গোলের পর উৎসবের বদলে বল নিয়ে সোজা সেন্টারের দিকে দৌঁড়ান তিনি৷ সময় নষ্ট করার সুযোগ নেই যে! শুধু ড্র তো বিশ্বকাপে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না৷ সমতা ফেরানোর পর দলকে এগিয়ে নিতেও অবশ্য খুব বেশি সময় ন

অভিনন্দন এবং শুভেচ্ছা নেত্রকোনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে..

Image
অভিনন্দন এবং শুভেচ্ছা নেত্রকোনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে.. ... সেই সাথে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় যুবদলের সভাপতি  শ্রদ্ধাভাজন সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সারাবাংলার যুব সমাজের সুলতান মোঃ সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে.....শক্তিশালী কমিটি ঘোষণা করার জন্য.....আগামীদিনে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে এবং গনতন্ত্র পুনঃরুদ্বারে নেত্রঃ রাজপথে শক্তিশালী ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করি..... বাংলাদেশ জিন্দাবাদ .....যুবদল জিন্দাবাদ

মদন থানার ছাত্রলীগের সভাপতি হিসেবে দেখতে চায়। রিমেল আহ্মেদ কে?

Image
সবাই থমকে যাওয়ার কিছুই নেই কারন।তিনি একজন বঙ্গবন্ধুর আর্দশ সৈনিক। তিনি দলের জন্য অনেক কিছু করেছেন । মদনে এখন যদি তেজি নেতা থেকে তাকে তাহলে সে হলো। রিমেল আহ্মেদ। যদিও আমি বি এন পি করি তাকে খুভ ভালবাসি সে আমাকে খুভ ভালবাসে আমি চাই সে যেন প্রেসিডেন্ট হিসেবে আমাদের মাঝে ফিরে আসে। 

আমার রাকিব মামার stetus

Image
ভালবাসা! তুমি কোথায় থাকো ? কোথ থেকে তুমি আসো ? কেন আসো এবং  কী কারণে? #অনুভব