Posts
Showing posts from November, 2019
নেত্রকোনা মদন উপজেলার প্রাথমিক সহকারী শ্রেষ্ঠ শিক্ষক মেহেরুন্নেসা খনম মিনু
- Get link
- X
- Other Apps
পাকিস্তান থেকে বিমানে আসল পেঁয়াজের প্রথম চালান
- Get link
- X
- Other Apps
paকিস্তান থেকে ঢাকায় আসল পেঁয়াজের প্রথম চালান। করাচি থেকে ৮২ টনের চালানটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বেসরকারি সিল্ক সংস্থার একটি পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এসে পৌঁছায়। আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজের চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি অবতরণের পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেনন, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে। এছাড়া আজ রাতে (বুধবার) মিসর, তুরস্ক ও চীন থেকে
শিগগিরই তীব্র আন্দোলনে নামবে বিএনপি
- Get link
- X
- Other Apps
এইমাত্র পাওয়া লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত দাম চাইলে জাতীয় ভোক্তা অধিকারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ; ফোন: ০২-৫৫০১৩২১৮, মোবাইল: ০১৭৭৭-৭৫৩৬৬৮; মঞ্জুর শাহরিয়ার: ০১৬২৪-২৭৬০১২ প্রচ্ছদ রাজনীতি শিগগিরই তীব্র আন্দোলনে নামবে বিএনপি যুগান্তর রিপোর্ট ১৯ নভেম্বর ২০১৯, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ বিএনপি শিগগিরই তীব্র আন্দোলনে নামবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান। সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। এই সরকার জানে বিএনপি ক্ষমতায় আসলে তাদের কী দশা হবে, সারা দেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই এখন এই সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়। পেঁয়াজ প্রসঙ্গে তিনি বলেন, যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না তারা দেশ কীভাবে কন্ট্রোল করবে। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম
লবণের যথেষ্ট মজুত রয়েছে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান : বিসিক
- Get link
- X
- Other Apps
জুমবাংলা ডেস্ক: বর্তমানে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে সরকার জানিয়েছে, পণ্যটি নিয়ে সম্প্রতি একটি অসাধু চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা করছে। খবর ইউএনবি’র।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাফ হাসান জানান, ‘দেশে লবণের কোন ঘাটতি নেই। বর্তমানে দেশে চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুদ রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল অনলাইন মিডিয়ায় লবণের সংকট রয়েছে বলে গুজব রটিয়ে অধিক মুনাফা লাভের আশায় এর দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি লবণ মজুদ রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে লবণ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড ১৮.২৪ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়েছে।
যারা ইসলামের বিরুদ্ধে ষড়য’ন্ত্র করবে তাদের সাথে আমরা লড়াই করব: এরদোগান
- Get link
- X
- Other Apps
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন তিনি অর্থনৈতিক স’ন্ত্রাসবাদের কাছে তারা মাথানত করবেন না। রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেন। এরদোগান আরো বলেন, তুরস্কের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। রাজনৈতিক আ’ক্রমণ, অভ্যন্তরীণ গণ্ডগোল ও বাইরের চাপ তুরস্ককে লক্ষচ্যুত করতে পারবে না। তুরস্কে সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনে বিরোধীদের সাথে ক্ষমতাসীন দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরের মতো বড় শহরে বিরোধীরা বিজয়ী হয়েছে। এটাই প্রমাণ করে তুরস্কে আইনের শাসন রয়েছে। এরদোগান বলেন, ‘বিদেশী শক্তির অর্থনৈতিক স”ন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, নইলে মরব। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। ইসলামের বিরুদ্ধে যারা ষড়য’ন্ত্র করবে তাদের সাথে আমরা লড়াই করব।’ এরদোগান আরো বলেন, ‘যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা থেকে আমরা একথা বুঝেছি যে, বৃহৎ ও শক্তিশালী তুরস্ক গড়তে গেলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত হবে না। আমাদের সামনে আবারো চ্যালেঞ্জ এসেছে- হয় আমরা বাঁচব না
বুলবুলের প্রভাব শুরু (ঘূর্ণিঝড়)
- Get link
- X
- Other Apps
পাড়েরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন জানান, পাড়েরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির অধিকাংশ ট্রলার নিরাপদে এলাকায় ফিরে এসেছে। খারাপ আবহাওয়ার কারণে ১০/১২টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে সতর্কতামূলক মাইকিং চলছে। এ ছাড়াও উপজেলার ১৯টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল: চট্টগ্রাম বন্দরে দেখানো হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত
বাবরি মসজিদের মালিকানার সব প্রমাণ থাকার পরেও হিন্দুদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
- Get link
- X
- Other Apps
বাবরি মসজিদের জমির মালিকানার পক্ষে সব ধরনের প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন মামলার মুসলিম পক্ষের আইনজীবী। ভারতের কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ডের এক আইনজীবী বলেন, উত্তর প্রদেশের আজকের অযোধ্যায় ১৫২৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। জায়গাটিতে হিন্দু দেবতার জন্ম নিয়ে যে দাবি করা হয়েছে, তার ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন। নয়াদিল্লি থেকে টেলিফোনে বার্তা সংস্থা আনাদুলুকে তিনি বলেন, বাবরি মসজিদের ভেতরে নামাজ আদায় থেকে মুসলমানদের বিরত রাখতে পারবে না। যেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছে, সেখানে কোনো মূর্তি ছিল এমন দাবিও কেউ করতে পারবে না। এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ১৯৪৯ সালের ডিসেম্বরে মুসলমানদের কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই মাসেই মসজিদের ভেতরে হিন্দু দেবতার মূর্তি পাওয়া যায়। ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা কমাতে বিধিনিষেধ আরোপের ঘটনা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, মসজিদের ভেতরে মুসলমানদের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করা হয়, কিন্তু হিন্দু ধর্মীয় নেতাদের সেখানে পূজার জন্য নিয়োগ দেয়া হয়। তারা প্রথানুসারে দেবতাদের দেখভাল করে যাচ্ছিলেন। কিন্তু মসজিদ এখন সাধারণ মানুষের সীমার বা
পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আমার নবীজি (স:) !
- Get link
- X
- Other Apps
আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পৃথিবী এমন সভ্য, সুন্দর ছিল না। ছিল জাহিলিয়াতে ঢাকা। কারণ মানুষ তখন ভুলে গিয়েছিল নিজেদের পরিচয়। ভুলে গিয়েছিল তারা মানুষ। ফলে পশুত্বের চেয়েও নিকৃষ্ট হয়ে উঠেছিল তাদের মন। তারা এতটাই অমানবিক ছিল, নিজের ঔরসজাত সন্তানকেও জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। হানাহানি, মারামারি, রক্তারক্তি, কাফেলা লুট, নারী নির্যাতনসহ এমন কোনো মন্দ কাজ নেই, যা তারা করত না। এমনই এক অন্ধকারাচ্ছন্ন সময়ে সমাজব্যবস্থাকে আমূল পরিবর্তনের জন্য সে ছিলেন এক মহামানব যাঁর নাম মুহাম্মদ (সা.)। তিনি এক আশ্চর্যময় পরিবর্তন আনেন সমাজে। ঐশী আলোয় আলোকিত। নূরের চেরাগ জ্বলে। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন আবদুল্লাহ। আর মাতা আমিনা। বাবা-মাহারা শিশু মুহাম্মদ বড় হতে থাকেন দাদা আবদুল মুত্তালিব এবং চাচা আবু তালিবের আদরে। শৈশবেই তিনি সত্যবাদিতা আর সদাচরণে সবার প্রিয় হয়ে ওঠেন।
খালেদার দুই কোটি টাকা আত্মসাতের মামলা আদালতে প্রমাণ হয়নি
- Get link
- X
- Other Apps
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি টাকা আত্মসাতের যে মামলা হয়েছে তা আদালতে প্রমাণ হয়নি’ এমনটাই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘কোর্ট-কাছারিতে প্রমাণ হয়নি বেগম খালেদা জিয়া ওই টাকা আত্মসাৎ করেছেন। প্রমাণ হয়নি, সাক্ষ্যও পাওয়া যায়নি। ওই টাকা জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টেই আছে। দিনে দিনে সুদে আসলে বেড়ে ওই টাকা আজকে ছয় কোটি টাকা হয়েছে।’ মূলত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য খালেদা জিয়াকে আটকে রেখেছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এই (জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য আসা বৈদেশিক সহযোগিতা) টাকার জন্য বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে দেশে লুটতরাজ করার জন্য। শেয়ার বাজার লুট করার জন্য। বাংলাদেশ ব্যাংক লুট করার জন্য। এই দেশের ক্ষমতায় নিজেকে চিরস্থায়ী করার জন্য আপনারা (আওয়ামী লীগ সরকার) বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন। আমরা খালেদা জিয়ার মুক্তি চেয়েছি কোর্টের মাধ্যমে।’ তিনি সম্প্রতি প্রকাশিত একটি প্রতি
জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০
- Get link
- X
- Other Apps
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই হামলায় সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন
- Get link
- X
- Other Apps
পরাজিতের জন্য! এমন ভালোবাসা খুব একটা দেখা যায় না।সাকিব আল হাসান, আজকের হিসেবে একজন পরাজিত মানুষ। তিনি হেরে গেছেন, আর কোন দিন খেলায় ফিরে নাও আসতে পারেন!সাকিবের আন্দোলন আমার পছন্দ ছিলনা।কিন্তু তারপরও আমি সাকিবকে ভালবাসি। তিনি হারতে বসা বাংলাদেশকে বহুবার জিতিয়েছেন। সাকিবের সকল দোষ আমি ক্ষমা করতে রাজি আছি।সাকিব ছিলেন আমাদের টেন্ডুলকার! সাকিবদের জন্ম প্রতিদিন হয় না।
জাবিতে তিন ছাত্রীসহ ১২ জনকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ
- Get link
- X
- Other Apps
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এঘটনায় ১২ জন গুরুতর আহত হযেছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিন ছাত্রী ও ৯ ছাত্রকে বেধড়ক মারধর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেন। তারা সকালে উপাচার্যের বাসভবন অবরোধ করলে সেখানে আসেন উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষক। তারা আন্দোলনকারীদের সাথে বাকবিতন্ডা করে চলে যাবার পর বেলা ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
রতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়ার পরে সেখানে কঠোর বিধিনিষেধ কার্যকর থাকায় শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবার (১ নভেম্বর) জুমা নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে একটানা ১২তম শুক্রবার সেখানে জুমার নামাজ হয়নি।
- Get link
- X
- Other Apps
রতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়ার পরে সেখানে কঠোর বিধিনিষেধ কার্যকর থাকায় শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবার (১ নভেম্বর) জুমা নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে একটানা ১২তম শুক্রবার সেখানে জুমার নামাজ হয়নি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকার শাসিত প্রদেশে পরিণত হওয়ায় সেখানে নয়া আইন কার্যকর হয়েছে। কেন্দ্রশাসিত নয়া প্রদেশে পরিণত হওয়ার পর প্রথম দিন ছিল শুক্রবার। যদিও বিগত জুমাবারের ন্যায় শুক্রবারও প্রশাসন ঐতিহাসিক জামিয়া মসজিদে জুমার নামাজ আদায়ের অনুমতি দেয়নি। এ প্রসঙ্গে শুক্রবার ‘অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত’- এর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতীন বলেন, কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কাশ্মীরের বড় বড় জামে মসজিদগুলোতে পর পর ১২ সপ্তাহ (৩ মাস) বা বারোটা জুমা নামাজ হয়নি। অথচ তারা (কেন্দ্রীয় সরকার) বলছে যে, কাশ্মীরে শান্তি ফিরছে! এটা অত্যন্ত ব্যর্থতা তাদের। কেন্দ্রীয় সরকার কাশ্মীরে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। আগামী জুমায় যাতে সেখানকার বড় বড় জামে মসজিদগুলোতে মুসুল্লিরা জুমা নামাজ পড়ত
মৃত্যুর আগে মির্জাফখরুল কে বল্লেন,আমি অসুস্থ না হলে দেশে ফিরে জেলে যেতাম
- Get link
- X
- Other Apps
গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি এখন নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে রণাঙ্গনের গ্যারিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা ক্যানসার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দুর্নীতি মামলায় তার সাজা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। এরপরও বারবার দেশে ফিরতে চেয়েছিলেন খোকা। কিন্তু শারীরিক অবস্থার কথা চিন্তা করে দেশে ফেরেননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও একাধিকবার তিনি দেশে ফেরার আকুতি জানিয়েছেন। পর কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হওয়ার আগেও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকুর সঙ্গে ফোন করে দেশে আসার আকুতির কথা জানিয়েছেন।
প্রতিহিংসার কারণে শাসকদের কানে একজন মুক্তিযোদ্ধার আর্তনাদও পৌঁছেনি, বললেন ভিপি নুর
- Get link
- X
- Other Apps
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মারা যাওয়ার আগে মির্জা ফখরুলের কাছে বাংলাদেশে আসার আকুতি জানিয়েছিলেন। খোকার মৃত্যুর পর সোমবার ঢাকসুর ভিপি নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেনপাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- স্বাধীনতার ৪৮ বছরের অর্জন! স্বদেশের মাটিতে মৃত্যুবরণের আকুল আকুতি জানিয়েও ৬ মাসে পাসপোর্ট মেলেনি বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার মেয়র ও বর্ণাঢ্য রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন নিজের জীবনকে বিপন্ন করে দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিহিংসার রাষ্ট্রব্যবস্থার শাসকদের কানে একজন মুক্তিযোদ্ধার আর্তনাদও পৌঁছেনি। গণতন্ত্রের মুখোশে জনবিরোধী স্বৈরতন্ত্র আর একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভিন্নমতের ওপর দমন-পীড়ন, গুম,খুন, হামলা, হয়রানি-এই হচ্ছে ৪৮ বছরের স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের চিত্র!
নওয়াজ শরিফ জামিন পেলে খালেদা জিয়া কেন পাচ্ছেন না?
- Get link
- X
- Other Apps
খালেদা জিয়ার ধীরে ধীরে মৃত্যু হোক, সরকার এমনটাই চাইছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শারীরিক অসুস্থতার কারণে জামিন পেলেন। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ হলেও তাকে জামিনে দেওয়া হচ্ছে না। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদকে তিনি এমন কথা বলেন।
তাহলে কে হতে যাচ্ছে বিসিবির নতুন সভাপতি
- Get link
- X
- Other Apps
সিলেট টাইমস ডেস্কঃ জাঁকজমকপূর্ণ কোনো এক ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমন একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিও ভাইরাল হওয়াকে বাংলাদেশ ক্রিকে'টের জন্য নেতিবাচক হিসেবেই দেখছেন সুধীজনরা।তবে জানা গেছে, এটি অনেক আগের ভিডিও। সিঙ্গাপুরের সবচেয়ে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ ক্যাসিনো মেরিনা বে তে খেলছিলেন নাজমুল হাসান পাপন।যদিও ফেসবুকে প্রচার হচ্ছে, একসময় সিঙ্গাপুরের সেই ক্যাসিনোতে নিয়মিত যাতায়াত ছিল পাপনের। তবে এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
সাদেক হোসেন খোকার কথা আমরা ভুলতে পারব না।
- Get link
- X
- Other Apps
এজাতির দেশপ্রেমিক সন্তানেরা অাজ শোকাহত। মহান মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র,জাতিয় জননেতা, শ্রদ্ধেয় সাদেক হোসেন খোকা আর নেই আমাদের এই নশ্বর পৃথিবীতে। ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। আমরা বাংলাদেশ জাতিয়তাবাদী বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার এ মৃত্যুতে গভীর শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন সবাইকে ধৈর্যধারন করার তৌফিক দেন। আমিন
খোকা মৃ’ত্যুর সংবাদ শুনে বেগম খালেদা জিয়া কান্নায় ভেঙ্গে পড়েন
- Get link
- X
- Other Apps
বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সাদেক হোসেন খোকা মা’রা গেছেন। বাংলাদেশ সময় দুপুর ১ টায় তিনি মারা যান। তার মৃ’ত্যুর পরপরই বিএনপির মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিএনপির মধ্যে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি অখন্ড ঢাকার শেষ মেয়র। সাদেক হোসেন খোকার মৃ’ত্যুর সংবাদ বেগম খালেদা জিয়া পান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন কক্ষে। বন্দি অবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। একজন কর্তব্যরত ডাক্তার খালেদা জিয়াকে মৃত্যুর সংবাদ দেন। দুদিন ধরেই খালেদা জিয়া খোকার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিলেন ডাক্তারদের কাছ থেকে। তার স্বাস্থ্যের অবনতি বা এরকম কোন সংবাদ আসলে যেন তাকে জানানো হয় সেটাও বলে রেখেছিলেন। সেই প্রেক্ষিতে বিকাল ৩ টা নাগাদ খালেদা জিয়াকে সাদেক হোসেন খোকার মৃত্যুর সংবাদ দেওয়া হয়। মৃত্যুর সংবাদ শুনে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি সাদেক হোসেন খোকার জন্য দু:খ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খোকাকে ঢাকার অবিসংবেদিত নেতা হিসাবেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি উপস্থিত ডাক্তারদের কাছে স্মৃতিচারণ করেন বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
খোকার মৃত্যুতে তারেক-ফখরুলের শোক
- Get link
- X
- Other Apps
copy post বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১টায় নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির সিনিয়র এই নেতা। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। হাসপাতালে আছেন তার ছেলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। এছাড়াও তার মা ইসমত হোসেন, বোন সারিকা সাদেক, ভাই ইশফাক হোসেন আছেন। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় ১৮ অক্টোবর সাদেক হোসেন খোকাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা। চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। দুই বার কেবিনেট মন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি অবিভক্ত ঢাকার মেয়র, কেবিনেট মন্ত্রী ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি পদে ছিলেন। খোকার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দেশে আনা পরিবারের পক্ষে সম্ভব হবে কিনা
না ফেরার দেশে সাদেক হোসেন খোকা
- Get link
- X
- Other Apps
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিউইয়র্কের মানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগে করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনা হবে কি না, এটা জানতে চাইলে শায়রুল কবির বলেন, এ ব্যাপারে দলীয় নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এদিকে, নিউইয়র্কে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স
খোকাকে দেখে কাঁদলেন যুক্তরাষ্ট্র আ. লীগ সভাপতি
- Get link
- X
- Other Apps
নিউইয়র্কে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। রোববার ( ৩ নভেম্বর) নিউইয়র্কের মানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে সাদেক হোসেন খোকার শয্যাপাশে তিনি কিছু সময় অতিবাহিত করেন। পরে সাংবাদিককের কাছে অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, আমি বাংলাদেশ থেকে আজই এসেছি। বাংলাদেশে থাকা অবস্থায় খোকা ভাইয়ের শারীরিক অবস্থার কথা আমি জেনেছি। বাংলাদেশের জনগণ উনার খরব শোনার জন্য তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেকোনো ভাবে উনাকে দেশে পাঠানো হোক। কিন্তু তার যে অবস্থা দেখলাম তাতে আর মনে হচ্ছে না উনি দেশে ফিরতে পারবেন। দলমত নির্বিশেষে আসুন আমরা সবাই মিলে উনার জন্য আল্লাহর কাছে দোয়া
হাসপাতালের যন্ত্র কেনার ১৭ কোটি টাকা মেরে দিলেন সিভিল সার্জন!
- Get link
- X
- Other Apps
শজুড়ে ডেস্ক: সাতক্ষীরা সদর হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা মেরে দিয়েছেন সেখানকার সিভিল সার্জন। সোমবার অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় ঠিকাদার ও সহযোগীদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহের উদ্দিন সরকারসহ খুলনা কারাগারে বন্দি চারজনের জামিন নামঞ্জুর করা হয়। সোমবার জামিন শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করেন খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালতের বিচারক শহীদুল ইসলাম। এর আগে ৯ সেপ্টেম্বর একই আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই দিনে ওই মামলার প্রধান আসামি সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানের জামিন আবেদন বাতিল করে তাকেও কারাগারে পাঠান সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত। বর্তমানে তিনি সাতক্ষীরার কারাগারে রয়েছে
পুলি’শের বেতন বন্ধ করুন, পোশাকই তাদের জন্য যথেষ্ট: এমপি বাদল
- Get link
- X
- Other Apps
চীনে ভয়াবহ মুসলিম নির্যাতন, নিশ্চুপ গোটা বিশ্ব
- Get link
- X
- Other Apps
চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আপনি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ রোজা রাখতে পারছেন না, কোরআন ও অন্যান্য ইসলামিক জ্ঞান অর্জন করতে পারছেন না, নারীরা হিজাব চাইলেও ব্যবহার করতে পারছেন না, এমনকি সরকারি চাকরিতে হিজাবি নারীদের নিয়োগ পথ বন্ধ; এক কথায় ধর্মীয় স্বাধীনতার সকল পথ বন্ধ করে দেয়া হয়েছে সরকারিভাবে। তখন আপনি কি করবেন? এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আপনারা হয়তো ভাবছেন, এমন কোন সমাজ ব্যবস্থার অস্তিত্ব কী বর্তমান পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে! অথচ এমনি ঘটনা দীর্ঘ ৭০ বছর যাবত প্রত্যক্ষ করে আসছে চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়, চীন সরকারের নির্মম নির্যাতন এবং নৃশংশতার সাক্ষী শিনজিয়াং প্রদেশের ১ কোটি ১০ লাখ মুসলমান। চীনের শিনিজিয়াং প্রদেশের
বাংলাদেশ ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
- Get link
- X
- Other Apps
টিটুয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মত ভারতকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।রোববার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ অভিনন্দন জানান।তারা আশা করেন টিম বাংলাদেশ জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দীন দিদার ও শায়রুল কবির খান।টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে যারা।আগামী বছর অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। শেষ হয়ে গেছে বাছাইপর্বও। আসরের গ্রুপপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬ দল। গ্রুপপর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আছে নামিবিয়া, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। আর ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড ও ওমান।
এবার বিসিবি পরিচালকের গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার
- Get link
- X
- Other Apps
এবার বিসিবি পরিচালকের গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও রাজধানীর অভিজাত গুলশান ক্লাবের সভাপতি শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ শনিবার (২ নভেম্বর) বিকালে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। মামলায় শওকত আজিজ রাসেলকে প্রধান আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে ওই গাড়ি থেকে পিস্তলের ২৮ রাউন্ড গুলি, ১২শ’ পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ২৮ ক্যান বিয়ার, নগদ ২২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাদা রঙের একটি জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ: ১৩-৮৩৭৫) পুলিশের জব্দ তালিকায় দেখানো হয়েছে।
কাশ্মিরে অস্ত্র তুলে নিচ্ছে স্বাধীনতাকামীরা, উদ্বিগ্ন নয়াদিল্লি
- Get link
- X
- Other Apps
ভারতের কেন্দ্রীয় সরকার মনে করতো, পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসীরা কাশ্মিরে অনুপ্রবেশ করে অস্থিতিশীলতা সৃষ্টি করে। কিন্তু কাশ্মিরের স্থানীয় স্বাধীনতাকামী যুবকেরা সাম্প্রতিক সময়ে যেভাবে হাতে অস্ত্র তুলে নিতে শুরু করেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে নয়াদিল্লি। পুলওয়ামা থেকে হালের কুলগাম, প্রতিটি হামলায় স্থানীয় স্বাধীনতাকামী যুবকেরা জড়িত বলে দাবি করছে ভারতীয় পুলিশ। আর এটাই এখন দিল্লির সামনে বড় চ্যালেঞ্জ। এদিকে ব্যাংককে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদাই ছিল সন্ত্রাস ও বিচ্ছিন্নতা ছড়ানোর মূল কারণ। তাই নভেম্বরের প্রথম থেকে কাজ শুরু করেছেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের উপরাজ্যপাল জি সি মুর্মু। কিন্তু বিশেষ মর্যাদা লোপের পরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকা সত্ত্বেও স্বাধীনতাকামীদের হামলার ব্যাপারে উদ্বিগ্ন প্রশাসন। প্রশ্ন উঠেছে, ফের কি কঠিন হতে শুরু করেছে কাশ্মিরের পরিস্থিতি? যেমনটি হয়েছিল স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পরে। ২০১৬ সালে ২৯ বছরের ওই স্বাধীনতাকামী তরুণের মৃত্যুর
মেয়ে ইসলাম গ্রহণের পর তার ব্যবহারে মুগ্ধ হয়ে পুরো পরিবার ইসলামের ছায়ায়
- Get link
- X
- Other Apps
ধর্মান্তরিত মেয়ের আচরনে মুগ্ধ হয়ে সিলেটের ওসমানীনগরে একই পরিবারের ৬ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই পরিবারের ২ মেয়ে জোসনা ও মরিয়ন ২০০৪ সালের ২৫ জানুয়ারী ইসলাম ধর্ম গ্রহণ করলেও পিতৃ পরিবারের সাথে তাদের সর্ম্পকছেদের পরিবর্তে আরো দায়িত্বশীল হয়ে উঠে। বিষয়টিতে তৃপ্ত হন ধর্মান্তরিত মেয়েদের বাবা রাধীকা রায়। এভাবে দিন-মাস-বছর গড়িয়ে যায়। তারর্পও ধর্মান্তরিত মেয়েরা স্বামীর পরিবারে থাকলেও পিতা মাতার প্রতি তাদের সর্ম্পক গভীর করে তোলে। এতে করে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বেড়ে যায় রাধীকা রায়, তার স্ত্রী ও অন্যান্য সন্তানদের। এক পর্যায়ে স্বেচ্ছায় স্বজ্ঞানে ধর্ম পরিবর্তন করে ইসলম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তারা। এরই প্রেক্ষিতে গত সোমবার আইনী মাধ্যমে তারা ইসলাম ধর্মের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করে, কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্মগ্রহণ করেন।
ফিলিস্তিনের মহান মুক্তি সংগ্রামী নেতা ইয়াসির আরাফাতের জন্মদিন আজ
- Get link
- X
- Other Apps
ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত মহান নেতা ইয়াসির আরাফাতের ৯০তম জন্মদিন আজ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ইয়াসির আরাফাত বাংলাদেশের জনগণের মহান বন্ধুর মর্যাদায় অভিসিক্ত হয়ে আসছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত এই মহান ফিলিস্তিনি নেতা ১৯২৯ সালের ২৪ আগস্ট মিসরের কায়রোতে জন্মগ্রহণ করেন। অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের দখলদারি থেকে মাতৃভূমি ফিলিস্তিনকে মুক্ত করতে আমৃত্যু স্বাধীনতা সংগ্রামরত ছিলেন ইয়াসির আরাফাত। ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দিতে তাকে হত্যার জন্য একের পর চেষ্টা করে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদ। অবশেষে ২০০৪ সালে দিনের পর দিন অবরুদ্ধ করে রেখে তাকে সায়ানাইডের চেয়েও ১০ লাখ গুণ বেশি ভয়ঙ্কর বিষ পলোনিয়াম ২১০ প্রয়োগ করে মোসাদ। অবশেষে প্যারিসে চিকিৎসাধীন ২০০৪ সালের ১১ নভেম্বর তিনি শাহাদাত বরণ করেন। আরাফাতের পুরো নাম মুহাম্মদ আবদেল রহমান আবদেল রউফ আরাফাত আল-কুদওয়া আল-হুসাইনি। কৈশোরে তিনি ইয়াসির নামে পরিচিত ছিলেন। ষাটের দশকের মাঝামাঝি থেকে সমর্থকরা আবু আম্মার নামে সম্বোধন করতে থাকেন। আরাফাত ছিলেন একটি ফিলিস
বাবর ভাই অসুস্থ
- Get link
- X
- Other Apps
আমি যদি দেশের জন্যে, জিয়া পরিবারের জন্যে ১০-১২বছর ধরে জেল খাটতে পারি তাহলে আমার নেতা-কর্মীরা কী ১-২মাস জেল খাটতে পারবে না? কেউ ভয় পাবে না,একজন আরেক জনকে সাহস দিতে বইলো,কেউ যেনো ভয় না পায়! সবাইকে ধৈর্য্য ধরতে বলো। বিজয় আমাদের হবে।আমার জন্য সবাইকে দোয়া করতে বলো। সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
একটা পাখিরও নিজ ঘরে থাকার অধিকার আছে! অথচ একজন মুক্তিযোদ্ধার নিজ দেশে ফেরার কোন অধিকার নেই?? তুহিন মালিক
- Get link
- X
- Other Apps
লা,শের দন্ড!( ডক্টর তুহিন মালিক )বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আজ জীবন-মৃ,ত্যুর সন্ধিক্ষণে। প্রবাসের হাসপাতালে জীবন-মৃত্যু,র সন্ধিক্ষণে দেশের জন্য যুদ্ধ করা এই বীর মুক্তিযোদ্ধা মৃ,ত্যুর আগেই জেনে গেছেন, তার কোন দেশ নেই! তিনি আজ কেবলই রাষ্ট্রবিহীন-দেশহীন একজন মানুষ! মৃত্যুর পর তার লা,শও হয়ত এমনি রাষ্ট্রবিহীন-দেশহীন! তার লা,শের পথযাত্রাতেও আজ যেন প্রবেশ নিষি,দ্ধের সতর্কবাণী লিপিবদ্ধ! পাঁচ বছর আগে ক্যা,নসার চিকিৎসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। দুই বছর আগে বাংলাদেশ কনস্যুলেটে স্ত্রী,সহ নিজের পাসপোর্ট নবায়নের আবেদন করেন। কিন্তু তাদেরকে আজ অবধি সেই পাসপোর্ট দেয়া হয়নি। কোনো স,দুত্তরও দেয়া হয়নি। অথচ উনাদের নাগরি,কত্ব বাতিল করা হয়নি। পাসপোর্ট আইনে উনারা অযোগ্যও নন। আইন-কানুন নিয়ম-নী,তি মেনেই আবেদন করেছেন। বিরোধী নেতা-কর্মী বা সরকারের সমালোচক কিংবা ভিন্ন মতাদর্শীদের প্রতি রাষ্ট্রের এহেন প্রতি,হিংসা ও ঘৃ,ণার রাজনীতি এদেশে নতুন নয়। কিন্তু ভিন্ন মতাদর্শীদের লা,শের উপর যে হিং,স্র প্রতিহিং,সা ও ঘৃ,ণার রাজনীতি আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি তা সভ্য সমাজে একেবারেই বিরল। লা,শে
ল্যাটিন আমেরিকায় সবচেয়ে বেশি মুসলিম আর্জেন্টিনায় !
- Get link
- X
- Other Apps
আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের অষ্টম বৃহত্তম ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটারের দেশ আর্জেন্টিনা। দেশটি বিশ্বব্যাপী ফুটবলের জন্য জনপ্রিয় ও পরিচিত। ল্যাটিন আমেরিকার সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশও এটি। দেশটিতে বসবাস করে ১০ লাখেরও বেশি মুসলিম। সাড়ে ৪ কোটি জনসংখ্যার দেশটিতে প্রায় ২ শতাংশ মানুষই মুসলিম। এছাড়াও রোমান ক্যাথলিক ৯২ শতাংশ, প্রটেস্ট্যান্ট ২ শতাংশ, ইহুদি ২ শতাংশ এবং অন্যান্য ৪ শতাংশ জনসংখ্যা বসবাস করে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত ২০০৯ সালের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে ৭ লাখ ৮৪ হাজার মুসলিম জনসংখ্যা রয়েছে। অন্যদিকে ‘দ্য পিউ রিসার্চ সেন্টার’ ২০১০ সালে এক রিপোর্ট প্রকাশ করে তাতে আর্জেন্টিনার মুসলিম জনসংখ্যা প্রায় ১০ লাখ উল্লেখ করা হয়। আর্জেন্টিনার সবচেয়ে বড় শহর ও রাজধানী বুয়েন্স আয়ার্সেই সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে। দেশটিতে অনেক মসজিদসহ দুটি জুমায় মসজিদ, কিং ফাহাদ ইসলামিক সেন্টার, ল্যাতিন আমেরিকা ইসলামিক অরগানাইজেশন আছে। ১৯৮৩ সালে সর্ব প্রথম রাজধানী বুয়েন্স আয়ার্সে মসজিদে তাওহিদ নামে নির্মিত হয় শিয়া মসজিদ। মসজিদটি নির্মাণে সহায়তা করে ইসলামি প্রজ